আমাদের কথা খুঁজে নিন

   

অসীম শূন্যতায় ........

মেঘের কোলে ভাসিয়ে দিলাম আমার যত কল্পনা একা একা পথ চলি। চলতি পথে আকাশ দেখি। আকাশের কাছে প্রশ্ন করি। জানতে চাই কেমন আছ তুমি? সে উদাস কণ্ঠে বলে নীলটুকু নিয়ে বেশ আছি মাঝে মাঝে অভিমান জড়ো হয় খণ্ড খণ্ড করে। এসব আর এমন কি? পাশ কেটে চলে যেও.... আর তোমার বিশাল বুকে এগুলো খারাপ দেখায় না বেশ যত্ন নিয়ে তুমি আগলে রাখো।

জানো আমার দুঃখ, ক্ষোভ কিছুই নেই যা আছে অভিমানটুকু মাঝে মাঝে মস্তিষ্কে অনবরত বেজে যায় কিছু কিছু অভিমানী সুর। চেনা পথগুলো অচেনায় হারিয়ে যায় আবার তাকে লালন করে পাথর করি ইচ্ছে মতো বৃষ্টি ঝরাই। তুমি বৃষ্টি হয়ে আমার সারথী হও আমাকে স্পর্শ করো আমি শিহরিত হই। আকাশ হলে বুঝি তেমনটা হতে পার না? পারব না কেন? এমন বলোনাতো! আমি কি বলেছি একথা? তুমি যাই কর না কেন আমি দূর থেকে চেয়ে থাকি আর মুগ্ধ হই। হেয়ালি করোনাতো, আমার এসব ভালো লাগে না।

তুমি বুন্ধুত্বের হাত বাড়িয়ো না কষ্ট পাবে, খসে পড়বে। আচ্ছা আজ তুমি অন্য পথ দিয়ে কেন? এই পথে তো আসার কথা না। আমার সাথে রাগ করেছ? নাকি বাড়ি থেকে রাগ করে এসেছ? তুমি!! তুমি আমাকে খুঁজো না আমি অতলে হারাতে চাই নিরর্থক ছুটাছুটি ভালোলাগেনা আর তুমি জানই তো... রোদের কিরণে অন্ধকারের আভায় ধোঁয়া ধোঁয়া চোখে ক্লান্তিহীন হয়ে এপাশ ওপাশ করি আর তোমাকে ভাবি কিংবা তোমার সাথে অনবরত কথা বলি হৃদয়ের রক্তবিষে শব্দগুলো মিশিয়ে দেই। হুম জানি বলেই তো খুঁজলাম শত অজুহাত দিয়েও তুমি আমাকে সরাতে পারবেনা তুমি লুকাতে পারবেনা কিছুতেই। আমি আর লুকোতে পারলাম কোথায় যখনই একা একা কথা বলি কেবল মেঘেদের ভেলায় ভাসিয়ে দেই তুমি আগলে রাখ নীলবৃষ্টির জলে।

একটা সময় হয়তোবা তুমি, আমিও হারিয়ে যাবো অসীম শূন্যতায়!!  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।