উপরের শিরোনামটি এখন অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকেই এটাকে শিষ্টাচার বহির্ভূত শব্দ বলছেন। আমি সবিনয়ে বিষয়টির বিরোধিতা করছি।
বিএনপির ১ম সারির নেতা মউদুদ আহমেদ সহ অনেকেই বলেছেন, সংসদ নেতা যে পথে চলেন তার অনুসারিরা সে পথেই চলেছেন। বিষয়টি হয়ত আংশিক সত্য।
‘চুদুর বুদুর চলত না’ এটা একটা বহুল জনপ্রিয় কথা। আমাদের দেশের অনেক মানুষ ফান করে বা রেগে গেলে একথা বলে থাকেন। মাননীয় সাংসদরা আমাদের ভোটে নির্বাচিত বা এমপিদের ভোটে নির্বাচিত। সুতরাং তারা আমাদের মুখের কথাত সংসদে বলতেই পারে।
এটাকে যদি কার্য্য বিবরণি থেকে বাদ দেয়া হয় বা শিষ্টাচার বহির্ভূত বলা হয় তাহলে আমাদের কোটি কোটি ভোটারকেই অসম্মান করা হবে।
বরং আমরা গর্ববোধ করতে পারি যে আমাদের সাংসদরা জটিলভাবে নয় বরং অতি সাধারণ ও সাবলিলভাবে তাদের মনোভাবকে তুলে ধরেছেন। সাবাস সাংসদ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।