আসুন অন্যের বিচার করার আগে আয়নায় নিজের চেহারাটা দেখি। অফিস শেষে বাসার পথে পা বাড়াতেই ব্যাপক বৃষ্টি শুরু। নিজে ভিজলে তো প্রবলেম নাই। কিন্তু পকেটের স্যামসাং গ্যালাক্সি মোবাইলটার লিগা বিরাট ফাপরে পরলাম। পাইলাম এক বুদ্ধি।
প্রথমে মোবাইডারে রুমালে প্যাচাইয়া অফিস ব্যাগে ঢুকাইলাম। পরে অফিসের ব্যাগডারে ঢৃকাইলাম আর একটা প্লাসটিকের ব্যাগের ভিতরে। সেই ব্যাগডারে উল্টা কইরা বগলদাবা করলাম। রিক্সাওয়ালারে দিলাম বিদায় কইরা। যা বেটা তোর ছুটি।
আজ বৃষ্টিতে ভিজুম।
পরথমে তো মজাই লাগছিলো। কিন্তু যহন ঠান্ডা বাতাস শুরূ হইলো তহন তো দাতে দাতে বাড়ি খাইয়া দাত সবডি পইরা যাওনের অবস্তা। ২০ মিনিট ভিজার পর বাসায় আইসা দিলাম একটা টাইট গোছল। ভাবছিলাম জ্বর টর আইব।
কিন্তু আহে নাই।
অনেকদিন পরে কাইল ইচ্ছা কইরা বৃষ্টিতে ভিজলাম। যহন ভিজতাছিলাম তহন ছোট বেলায় বৃষ্টিতে ভিজা ফুটবল খেলার কথা মনে হইতেছিল। যে দিনগুলা কোনকিছুর বিনিময়েই আর ফিরে পাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু মাঝে মাঝে বৃষ্টিতে ভিজলে অন্তত এর স্বাধ কিছুটা পাওয়া যাইব।
। । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।