রাত একটা , অন্ধকার নির্জন রাত , কোথাও কোন সাড়া শব্দ নেই , হঠাত্ করে কিসের যেন শো শো পেন পেন আওয়াজ শুরু হলো ! আমিতো ভয়ে একদম মরেই গেসিলাম এমন সময় লাইট জ্বালিয়ে যা দেখলাম ^ড়াসেল^ বাই আপনি চিন্তাও করতে পারবেন না শব্দের উত্স ছিল হাফডজন মশা :o.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।