শাফিক আফতাব------------- থোকা থোকা ঘাস, ঘাসের ভেতর ঘুঘরির সুড়ঙ্গ পথ, প্রাকৃতিক লাঙল ফলা তুলে যখন চিরে মৃত্তিকার শরীর, কৃষকের বন্ধু কেঁচোরা কিলবিল করে ওঠে। দীর্ঘ চাষাবাদে পতিত জমি হয়ে আসে ভুরভুরে। তুমি এক উর্বর ভূমি আমার, চাষাবাদে তোমাকে পুলকিত করে তুলি, তোমার গভীরে পুঁতে দেই ভ্রুণের বীজ, আর তা থেকে এক অদৃশ্য কারিগর নিবিড় পরিচর্যায় ফলে তোলে ধান, তোমাকে চষে পাই পুলক আর ধান, আর পাই দেহাতীত এক অদৃশ্য সৌন্দর্য, যাকে ছুঁইতে চাইনা। তাই তোমাকে ভালোবাসার সাধ আমার থেকেই যায়, যতবার ¯েপ্র করি তোমার কৃষির জমি, ততবার চাষাবাদের নতুন সূত্রাবলি মাথায় নিয়ে আসে। এ বার এসো, অতি আধুনিক চাষের ফর্মূলা শেখাবো তোমাকে এবার। ০৯.০৪.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।