জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... গত তিন বছরে পত্রিকা পড়া ও টিভি সংবাদে দেখা এমন কোন সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ বাদ নেই যে সেখানে মারামারি, চিকিৎসক, শিক্ষক ও নিরীহ শিক্ষার্থীদের ওপর হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেনি।
এমন কি কয়েকজন ছাত্রকে পিটিয়ে আহত ও প্রাণনাশও করা হয়েছে কিন্তু হামলাকারী ও হত্যাকারীরা থেকেছে ধরা ছোঁয়ার বাইরে বা নাম মাত্র শাস্তি প্রদান করা হয়েছে।
এই ঘটানা গুলির পিছনের কারণ বা দায়ী ব্যক্তি খুঁজতে গেলে দেখা যায় তারা বেশীর ভাগ ক্ষমতাসীন আওয়ামীলীগের ছাত্রলীগের সদস্য।
যে শিক্ষা প্রতিষ্ঠানে একজন সাধারণ ছাত্র মানুষ হয়ে বের হতে চায়, চায় প্রকৃত শিক্ষিত হয়ে জাতি ও দেশের মানুষের সেবা করতে আর সেখানেই এই অচালাবস্থা।
একটি দেশের উন্নতি ও অগ্রগতির মেরুদন্ড সে দেশের বা জাতির উন্নত ও নিরাপদ শিক্ষা ব্যবস্থা এবং রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হচ্ছে যে কোনো মূল্যেএই শিক্ষা ব্যবস্থাকে সচল ও নিরাপদ রাখা।
কিন্তু আমরা সে রকম কিছু লক্ষ্য করেছি বা করছি?
এক কথায় উত্তর দেয়াই যায় 'না' তবে আশা ফুরিয়ে যায়নি।
একের পর এক ঘটে যাচ্ছে ঘটনা এবং প্রায় প্রতিটি ঘটনা শুরু হয় তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে কিন্তু এর শেষ হয় একটি প্রাণের বিনিময়ে। ঘটনার পর গঠিত হয় তথাকথিত তদন্ত যা কখনোই আলোর মুখ দেখে না।
আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামীলীগের নেতা পাতি-নেতা সকলেই শুধু সরকার সমালোচক ও বিরোধীদলের উপর বিষোদগার ও তাদের ঝাল ঝাড়তে পারেন আর কঠোর ব্যবস্থা নিতে পারেন কিন্তু আওয়ামীলীগের কুলাঙ্গার অংগসংগঠন ছাত্রলীগকে যেন থামাবার কেউ নেই আর থাকলেও থামাতে চান না।
দেখে মনে হয় কুলাঙ্গার ছাত্রলীগকে দিয়ে আওয়ামীলীগ শিক্ষা প্রতিষ্ঠানে দাপটের সহিত শাসন করতে চান বা শিক্ষা প্রতিষ্ঠান গুলির কোমড় ভেংগে দিতে চান।
আমরা শান্তি প্রিয় মানুষরা অচিরেই আমাদের বিদ্যাপিঠ গুলিতে শান্তি ও নিরাপত্তা চাই।
পরিশেষে বলব,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক মাস আগে জাতি সংঘের অধিবেশনে বিশ্ব শান্তির মডেল উপস্থাপন করেছেন আবার আওয়ামীলীগের প্রচারিত ব্যানারে লিখতে দেখা যায় "ডটার অব পিস" বা শান্তির কন্যা।
আসলেই কি আমাদের প্রধানমন্ত্রী শান্তির কন্যা?
আমিতো জানি শান্তির জন্য প্রয়োজন সঠিক বাস্তব জ্ঞান, বিজ্ঞতা ও সদিচ্ছা।
তা কি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে?
ইবিতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ক্যাডারদের হামলাঃ
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।