নাজমুল ইসলাম মকবুল
বিজয় দিবসে বিশ্বনাথে মুক্তিযোদ্ধার প্রজন্মর আলোচনা সভায় দাবী
সারাদেশের প্রতিটি উপজেলা সদরে ও ইউনিয়ন কমপ্লেক্সের সম্মুখে মুক্তিযোদ্ধাদের নামফলক স্থাপন করুন
নাজমুল ইসলাম মকবুল
সারাদেশের প্রতিটি উপজেলা সদরের সম্মুখে দর্শনীয় স্থানে ও প্রতিটি ইউনিয়ন কমপ্লেক্সের সম্মুখে দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নামফলক স্থাপন করার জোর দাবী জানিয়েছেন ৭১ এর গর্বিত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি নাজমুল ইসলাম মকবুল। তিনি গত ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলে বিশ্বনাথে মুক্তিযোদ্ধার প্রজন্ম আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ দাবী জানান। তিনি আরও বলেন, ৭১এর মহান মুক্তিযুদ্ধে বিশ্বনাথ উপজেলার মুক্তিকামী বীর জনতার গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। এমনকি মহান স্বাধীনতাযুদ্ধে এ উপজেলার অধিবাসী বীর সন্তান শহীদ সুলেমান, শহীদ শামছুল হক, শহীদ আব্দুল আহাদসহ বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। প্রিয় মাতৃভুমিকে পাক হানাদারমুক্ত করতে পরিবার পরিজন তথা নিজের প্রাণের মায়া বিসর্জন দিয়ে জীবন বাজি রেখে দেশের জন্য অস্ত্র হাতে মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন এ উপজেলার অনেক বীর সন্তান।
কিন্ত স্বাধীনতার দীর্ঘ ৩৯ বছর অতিক্রান্ত হলেও বিশেষ বিশেষ দিবসে একটু সম্বর্ধনা ও যৎসামান্য ভাতা প্রদান ছাড়া জাতির শ্রেষ্ঠ এ বীর সন্তানদের যথাযথ মুল্যায়নে আজও কার্যকর পদপে নেয়া হয়নি। বর্তমান প্রজন্মের অনেকেই আমাদের ৭১এর মহান বীর যোদ্ধাদের বীরত্বপূর্ণ অবদান ও তাদের পরিচিতি সম্পর্কে ওয়াকিবহাল নয়। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যত প্রজন্মের কাছে একদিন হয়তো আমাদের বীর সন্তানদের গৌরবময় ভূমিকা কালের অতল গর্ভে হারিয়ে যেতে পারে। তাই বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের কাছে জাতির শ্রেষ্ট সন্তানদের গৌরবময় পরিচিতি তুলে ধরার নিমিত্তে বিশ্বনাথ উপজেলা সদরের সম্মুখে দর্শনীয় স্থানে উপজেলার শহীদ ও তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্থায়ী ফলক নির্মাণ করা আবশ্যক। তাই অবিলম্বে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্থায়ী ফলক নির্মাণের জন্য বিজয়ের এই মাসে আবারও অনুরোধ করছি।
পাশাপাশি সারাদেশের প্রতিটি উপজেলা সদরের দর্শনীয় স্থানে প্রতিটি উপজেলার গর্বিত বীর মুক্তিযোদ্ধাদের নামফলক বাস্তবায়নের জোর দাবী জানাচ্ছি এবং দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদ ভবনের সম্মুখে সেই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের নাম খোদাই সম্বলিত স্থায়ী ফলকও নির্মাণের দাবী আমাদের।
মুক্তিযোদ্ধার প্রজন্ম'র সভাপতি নাজমুল ইসলাম মকবুল’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক লিমন মিয়ার পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন, সদস্য সিতাব আলী, আং আহাদ, আজিজুর রহমান, সিরাজ উদ্দিন, আছাব আলী, মুক্তার আলী, দিদার মিয়া, শফিকুর রহমান, রাসেল মিয়া, কুদ্দুছ আলী, আজম আলী, জালাল উদ্দিন, আছকির আলী, আব্দুল কালাম, সাহাব উদ্দিন প্রমূখ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।