দুই দিন ধরে আজব এক সমস্যায় পড়ছি। ব্রাউজারে কিছু লিখে সার্চ দিলে তা গুগলে সার্চ রেজাল্ট হিসেবে আসার কথা, কিন্তু আমার এখানে ব্রাউজারে সার্চ দিলে চাইনিজ না কি জানি এই পেজ চলে আসে। গুগলও তাইলে কি মেইড ইন চায়না নাকি আমিই কোন ভাবে ধরা খাইয়া গেলাম । এই পোস্ট লেখা সময়ও আরেকটা আজব ঘটনা ঘটলো, পোস্ট সেভ করে দেখি আগের লেখা হাওয়া তার বদলে দৈনিক মগবাজারের এক পোস্টের সবগুলা ট্যাগ আর পোস্টের লিংক এই পোস্টের ট্যাগ হিসেবে চলে আসছে, উল্লেখ্য আমি কোন কালেই মগবাজার সাইটে ঢুকি নাই। তাইলে এইটা কিসের আলামত আর হ্যাঁ আমি ফ্রী মাল উবুন্টুতে ক্রোম ইউজ করি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।