বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility কাজের জুতা কিনতে গিয়ে দেখি দোকান বন্ধ হয়ে গিয়েছে । বড্ড দেরী করে ফেললাম, দেখি কালকে বা পড়শু কিনতে পারি নাকি ।
অর্থোপেডির ডাক্তার এর কাছ থেকে পায়ের জুতার জন্য একটা নতুন মোজা ও সোহলে অর্ডার করাইতে হইবে । নাইলে এই জুতাও বরবাদ হইতে ১ কি ২ মাস লাগবে ।
দাম টা ৭ হাজার নিল ।
আমার বাজেট থেকে বেশী ইচ্ছা ছিল ৫০% করে কাজের জুতা আর ট্রেনিং জুতা করব । তার উপর এই ট্রেনিং জুতা শুধু ইনডোর এর প্রযোজ্য ।
তো জুতা কিনার পর এই বয়সে গেলাম আমতা আমতা করতে করতে ফিটনেস স্টুডিওতে । এই পোষ্টে Click This Link ব্লগার সাদামাটা সাহেব থেকে মারাত্নকভাবে অনুপ্রাণিত হয়ে , সাহস করে স্টুডিও তে ভর্তি ফর্ম পূরন করে এলাম ।
৮৫ কিলো অনেক ।
তার উপর আমার ডায়াবেটিস, এরপর নিম্ন রক্তচাপ, কোলেস্ট্রল, পায়ের অঙ্গবিক্ষেপ ইত্যাদিতে ভারাক্রান্ত ।
বাচতে হলে কম মুভি দেখে দৌড়াতে হবে । সেই সাথে ব্লগিং ও কমাতে হবে ।
হাজারো লক্ষ কোটি মানুষ ফেবু আসক্ত ।
আর আমি হইলাম সামুসাক্ত
আমি সামুর এন্ড্রু এপস দাবী করছি, আড়িল সাহেব এর কাছে ।
দরকার হলে বিজ্ঞাপন যোগ করবেন । সমস্যা নাই । আওয়াজ দিয়ে ঠেকার কাজও হয় না ।
এটা হল পাতার দিকে
আমি বলে আমার একজোড়া ভাল ব্যায়ামের জুতা দরকার ।
বিক্রেতা প্রথমে জিজ্ঞাসা করল কি জন্য দরকার ?
আমি ভয় ভয়ে জিজ্ঞাসা করলাম, কি জন্য দরকার ?
উনি তাকিয়ে থাকল ? উল্টা প্রশ্ন শুনে মনে হয় ভ্যাবাচাকা অবস্থা
আমি বললাম, আমি আপনার প্রশ্ন কারণটা বুঝি নাই ।
বিক্রেতা বলল, আপনি কোন ধরনের খেলাধূলায় ব্যবহার করতে চান । কোথায় খেলবেন , হেন তেন,,,,,, ভুগি চুগি..... ওয়াটার প্রুফ হেন তেন বলল , তবে খুব দ্রুতই ।
আমি অনেক কষ্টে উচ্চারণ করলাম ফিটনেস .............. ! আর কিচ্ছু না । ট্রেনিং শব্দটা উচ্চারণ করার আগেই আমাকে ছেড়েই পথ দেখানো শুরু করল ।
গিয়ে এডিডাস, নাইকি, পুমা,,,, আরও হাবি জাবি দেখাল ।
আমি তাকে বললাম মিড রেঞ্জ এর বেস্ট কোনটা হবে ?
সে আমাকে প্রিফার করল asics Gel Flare , এটি তেমন জনপ্রিয় নয় তবে পুরনো কো: ।
জুতাটা সিনথেটিক, নন মার্কিং রাবার এর জুতার পাতা আর Attenuation: Gel cushioning in the joints.The indoor shoe is stable, lightweight and has excellent fit and cushioning properties.
আর এরপরই ফিটনেস স্টুডিওতে গেলাম । চক্ষু বন্ধ কইরা ফর্ম পূরণ করলাম । কারণ ...... আশে পাশের দৃশ্যে চোখ ঝলসানো অবস্থা ! আর যে কর্মী পূরন করাল তাকে আমি চিনতাম আগে থেকে । সে আবার কিছু ফ্রি অফার বন্দোবস্ত করে দিল ।
২ সপ্তাহ ড্রিংকস ফ্রি আর লকার এর জন্য কিছু ব্যবস্থা করল , আগামী মাস থেকে চুক্তি কার্যকর ১ বছর
বলে দিল তোয়ালে , শটস, স্যান্ডো গেঞ্জি কি কি লাগবে
ওহ আরেকটা পানীয় বোতল দিল ।
অফটপিক: কারো ভায়োলিন এর দামের ব্যাপারে আইডিয়া আছে ? সেকেন্ড হ্যান্ড কত হতে পারে ? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।