চৌধুরী আলম গুম হল এক বছরের বেশী, জীবিত বা মৃত আজ ও হদীস মিলে নাই,হয়ত কিছু দিন পর তার হাড্ডী পাওয়া যাবে এবং ডি এন এ টেস্ট হবে । সম্প্রতি সাংবাদিক দম্পতি সাগর-রুনির রহস্যজনক হত্যাকাণ্ড। কোনো সুরাহা আজও হলো না। ডিবি তদন্ত দল রহস্য উদঘাটনে ব্যর্থ বলে আদালতে স্বীকার করল। এরপর গুলশানে সৌদি দূতাবাসের কর্মকর্তাকে গভীর রাতে রাস্তায় গুলি করে হত্যা।
কূলকিনারা হলো না। মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএসের গাড়ি গভীর রাতে ঢুকে পড়ল বিজিবি সদর দপ্তরে। ৭০ লাখ টাকার কেলেঙ্কারি। সুরাহা হচ্ছে না। এর মধ্যে ইলিয়াস আলী নিখোঁজ,সাথে নিরীহ গাড়ী চালক ।
হরতালের সময় বাসে আগুন দিয়ে চালককে পুড়িয়ে হত্যা। সুরক্ষিত এমপি হোস্টেলে নারীর গলিত লাশ উদ্ধার।
এসব একটার ও কুল কিনারা করতে পারল না আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা সরকার ,এর দায় কার ? । আইন শৃঙ্খলা বাহিনীর দক্ষতার অভাব না আন্তরিকতার অভাব , তারা নিজেরাই জড়িত ?। না কনো প্রভাবশালী মহ্ল বা সরকার প্রকাশ হতে দেয় না বা জড়ীত ।
এভাবে কনো ঘটনার রহস্য উদঘাটন না হলে এবং দৃস্টান্ত মুলক বিচার না হলে , দেশে খুন ,গুম,অপহরন , ঘুষের, ঘটনা বেড়েই যাবে । ফলে সাধারণ মানুষ থেকে ভি আই পি কারোর জীবনের নুন্যতম নিরাত্তা থাকবে না । তখন আমার এই দেশটা বিশ্বে একটি ব্যর্থ রাস্ট্র বা অকার্য্যকর রাস্ট্রে পরিচিত হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।