আমাদের কথা খুঁজে নিন

   

বৈশাখ আসে রবীর ডাকে

আমাদের ছড়া গুলো সমাজের আয়না,যার কাছে কোন কিছু ঢেকে রাখা যায়না! জৈষ্ঠ, আষাঢ়, শ্রাবন এমন বছর ঘুরে বার মাসে বাঙালীদের বৈশাখী কি নিজ গরজে এমনি আসে, বৈশাখী খুব ঘূম কাতুরে এগার মাস বেঘোর থাকে ঘুম ভেঙে সে দৈারে আসে ঝর আর কালো মেঘের ডাকে সবুজ পাতার ভিরের মাঝে বৈশাখী টা লুকিয়ে থাকে বৈশাখ আসে থোকায় থোকায় ঝুলে থাকা আমের ডাকে । বৈশাখ আসে মেলার ডাকে খোকা-খুকুর খেলার ডাকে বৈশাখ আসে তপ্ত রোদ আর লালচে সন্ধা বেলার ডাকে বৈশাখ আসে রবীর ডাকে রবীর আঁকা ছবির ডাকে মেঘের ভেলায় বৈশাখ আসে আমার মতো কবির ডাকে ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।