"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
বৈশাখ
তোমার রঙে রাঙবো বলেই
বৈশাখে আজ রঙহারা,
তোমার হাতে সাজবো বলেই
খুশীতে আমি আত্মহারা।
তোমার হাতের আলপনাতে
রঙ মাখিয়ে কল্পনাতে,
রাঙিয়ে নিলাম গাল আমার,
হাজার খুশীর রঙ বাহার।
তোমার সঙ্গে নাচবো বলেই
বৈশাখে আজ বৈরাগী সাজ,
বাউল গানে মাতবো বলেই
একতারাটা বেঁধেছি আজ।
তোমার সুরের সব সাধনায়
যত্ন করে বেঁধেছো আমায়,
তাইতো তোমার সকল গানে
বৈশাখী ঝড় আমার প্রাণে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।