আমাদের কথা খুঁজে নিন

   

আবার গার্দিওলার কাছে পেল্লেগ্রিনির ‘হার’

বায়ার্নের কোচ পেপ গার্দিওলা এবং ম্যান সিটির কোচ মানুয়েল পেল্লেগ্রিনির মুখোমুখি লড়াইয়ের ‘ইতিহাস’ বেশ সমৃদ্ধ। তবে একটা ঘটনা কখনো হয়নি – পেল্লেগ্রিনির দল কখনো হারাতে পারেনি গার্দিওলার দলকে। এবারো গার্দিওলার মুখেই বিজয়ীর হাসি। ম্যান সিটির ইতিহাদ স্টেডিয়ামে প্রথম গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের। সপ্তম মিনিটে ইউরোপের বর্ষসেরা ফুটবলার ফ্র্যাঙ্ক রিবেরির বুলেট গতির শট ম্যান সিটির গোলরক্ষক জো হার্টের হাতে লেগে জালে ঢুকে যায়।

প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে অনেক এগিয়ে থাকলেও আর গোলের দেখা পায়নি বায়ার্ন। অন্যদিকে বিরতির আগে প্রতিপক্ষের দুর্ভেদ্য ডিফেন্সে বিন্দুমাত্র ফাটল ধরাতে পারেনি আগুয়েরো-নাসরিদের নিয়ে গড়া ম্যান সিটির আক্রমণভাগ। দ্বিতীয়ার্ধের শুরু থেকে অবশ্য স্বাগতিকদের ভিন্ন চেহারা। গোল শোধ করতে মরিয়া ম্যান সিটি প্রথম পাঁচ মিনিটের মধ্যে দুটো কর্নার আদায় করে নিলেও সমতা ফেরাতে পারেনি। উল্টো ৫৬ মিনিটে ২-০ করে ফেলেন টমাস মুলার।

দান্তের লং বল ধরে, শেষ ডিফেন্ডার গেল ক্লিশিকে পেছনে ফেলে হার্টকে সহজেই কাটিয়ে গোল করেন তিনি। অফসাইডের আশায় ক্লিশি সহকারী রেফারির দিকে তাকিয়ে থাকলেও তাতে কোনো লাভ হয়নি। তিন মিনিট পরই পাল্টা আক্রমণ থেকে আরিয়েন রবেনের লক্ষ্যভেদে ৩-০ গোলে এগিয়ে যায় গত মৌসুমে প্রথম জার্মান ক্লাব হিসেবে তিনটি শিরোপা জয়ী বায়ার্ন। চ্যাম্পিয়ন্স লিগে এ নিয়ে টানা পাঁচ ম্যাচে গোল করলেন রবেন। বায়ার্নের আর কোনো খেলোয়াড়ের এমন কৃতিত্ব নেই।

৩-০ গোলে পিছিয়ে পড়লেও ম্যান সিটি হাল ছেড়ে দেয়নি। ৭৯ মিনিটে আলভেরো নেগ্রেদোর বক্সের ঠিক ভেতর থেকে নেয়া বাঁ পায়ের বাঁক খাওয়ানো শট বায়ার্ন গোলরক্ষক মানুয়েল নয়ার অনেক চেষ্টা করেও ঠেকাতে পারেননি (৩-১)। স্বাগতিক দলের দুর্ভাগ্য, একটুর জন্য আরেকটি গোলের দেখা পায়নি। ৮৬ মিনিটে গোল করতে উদ্যত ইয়াইয়া তুরেকে পেছন থেকে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন বায়ার্নের জেরম বোয়াটেং। বক্সের ঠিক বাইরে থেকে নেয়া দাভিদ সিলভার দারুণ ফ্রি-কিক নয়ারকে বোকা বানালেও ফিরে আসে ক্রস বারে লেগে।

বুধবার রাতে ‘ডি’ গ্রুপের অন্য ম্যাচে চেক প্রজাতন্ত্রের ভিক্টোরিয়া প্লজেনকে ৩-২ গোলে হারিয়েছে স্বাগতিক রাশিয়ার সিএসকেএ মস্কো।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.