মৌসুম শুরু আগে প্রীতি ম্যাচের এই টুর্নামেন্ট আয়োজন করে বরুসিয়া মনচেনগ্ল্যাডবাখ।
টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে গোল পেয়েছেন দলের প্রায় সব বড় তারকারাই। এমনকি নতুন দলের হয়ে গোলের সূচনা করেছেন বার্সেলোনা থেকে আসা ২২ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো আলকান্তারাও।
ফ্র্যাঙ্ক রিবেরি, ফিলিপ লাম, আলকান্তারার লক্ষ্যভেদে প্রথম ২৬ মিনিটেই ৩-০ গোলে এগিয়ে যায় গত মৌসুমে প্রথম জার্মান দল হিসেবে ‘ট্রেবল’ জেতা বায়ার্ন। চার মিনিট বাদে স্বাগতিক দল এক গোলের ব্যবধান কমালেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
৪২ মিনিটে আবারো ব্যবধান বাড়ান আরিয়েন রোবেন। ৬০ মিনিটে স্ট্রাইকার টমাস মুলারও লক্ষ্যভেদ করলে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।