মিথ্যাচার শুনতে অসুস্থ হয়ে পড়ছি। রাজনৈতিক মিথ্যাচার, ব্লগীয় ম্যথ্যাচার, পেশাজীবীদের মিথ্যাচার আর সমকর্মীদের মিথ্যাচার। এখন এম একটি পরিবেশে আছি যেখানে কেউ সত্য বলতে চায় না। এর কারণ ক্ষুদ্র স্বার্থ। এ মিথ্যাচারে নিজের লাভবান হবার কোন সুযোগ নেই তবু অদৃশ্য কোন স্বার্থের কারণে চলছে মিথ্যাচার।
এর থেকে পর্রিতাণের উপায় বোধ নেই।
এত কিছুর অবতারণা করলাম এ কারণে যে আজ যশোরে সাংবাদিকদের সামনে সাংবাদিকদের থাপড়ালো, লাঞ্চিত করলো, অস্ত্র ঠেকালো ছাত্রলীগ। কিন্তু এই সাংবাদিকরাই ছাত্রলীগের পক্ষে বলছে। যে মার খেয়েছে সে বলছে না তেমন কিছু হয়নি। এখানে কাজ করছে দলীয় স্বার্থ।
আর বার্তা কক্ষে এ সংবাদ দেবার পর কর্তৃপক্ষের বক্তব্য ছবি তোলার কি দরকার। এখানেও ক্ষীণ স্বার্থ।
দেশে সাংবাদিকদের পেশাজীবী সংগঠনগুলো যদি কেবল নিরপেক্ষ থাকতো তাহলেও আমার মত লোকদের একটু স্বস্তি মিলতো। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।