পৃথিবীতে সত্যিই অবাক হওয়ার মতা বহু ঘটনা ঘটে। আর এসব ঘটনা মানুষকে ভবিয়ে তোলে মহাপ্রভূকে নিয়ে তিনি কি করতে পারেন। এবারের সত্যিই অলৌকিক ঘটনা জাপানি বালকের ফুটবল ফিরে পাওয়া । হারানো ফুটবল ফিরে পাওয়া শিশুদের জন্য খুবই আনন্দের বিষয়, কিন্তু আরও বিস্ময়কর ঘটনা হল, জাপানের এক স্কুল-ছাত্র গত বছর সুনামির সময় হারিয়ে-যাওয়া একটি ফুটবল যুক্তরাষ্ট্রের আলাস্কা থেকে ফেরত পেয়েছে। গত বছরের মার্চ মাসে জাপানের প্রলয়ংকরি সুনামি ১৬ বছরের জাপানি বালক মিসাকি মুরাকামি'র বাড়ীসহ তার সব কিছুই ভাসিয়ে নিয়ে যায়।
সুনামির ফলে জাপানের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত বালকটির শহর রিকুজেনটাকাটা বিধ্বস্ত হয়েছিল। কিন্তু আলাস্কা উপসাগরের একজন উপকূলীয় মার্কিন পর্যবেক্ষক শুভেচ্ছা-বাক্য "গুড লাক" খচিত ওই ফুটবলটি পেয়ে তা জাপানি বালকটির কাছে ফেরত পাঠিয়েছেন। ডেভিড বাক্সটার নামের ওই পর্যবেক্ষক বলটিকে মিডলটন দ্বীপে সনাক্ত করেছেন বলে মার্কিন সাগর ও বায়ুমণ্ডল প্রশাসন সংক্রান্ত জাতীয় সংস্থা বা নোয়া (NOAA) জানিয়েছে। স্কুলের সাবেক সহপাঠিদের উপহার দেয়া ওই বলটির ওপর জাপানি স্কুলের নাম লেখা ছিল এবং বাক্সটারের জাপানি স্ত্রী ওই লেখা পড়ে জাপানি ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করতে সক্ষম হন। সম্ভবত: ২০১১ সালের মার্চ মাসে সংঘটিত জাপানের সুনামিতে হারিয়ে যাওয়া কোনো বস্তু এই প্রথম সনাক্ত হয়েছে এবং তা তার সাবেক মালিকের কাছে ফিরে গেছে।
# ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।