আমাদের কথা খুঁজে নিন

   

কি খেলা দেখলাম এটা?? মিরাকেল!!!!

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.

বাংলাদেশ দল আবার লড়াইয়ে ফিরে এসেছে তাই খুব ভাল লাগছে। আনন্দে ভাসছে সারা দেশ। খুব ভাল লেগেছে এরকম উত্তেজনাকর এক ম্যাচ দেখে। ৫২ রানে যখন একটা উইকেট পরে গিয়েছিল তখন ও মনে হয়নি কি অপেক্ষা করছে আমাদের জন্য। আবার ও মিডল অর্ডারের ব্যর্থতা স্পষ্ঠ দেখা গেল এই ম্যাচে।

বেশ কয়েকটা উইকেট যখন পরে গেল বাংলাদেশের তখন এক রাশ হতাশা নিয়ে দেশবাসী মাথা নিচু করে পরাজয় মেনে নেয়ার প্রহর গুনছিল। যদিও জেতা ম্যাচ এভাবে হেরে যাবে তা তখনও দেশবাসী মেনে নিতে পারছিল না। ৮ উইকেট পরে যাওয়ার পরে ধরেই নেয়া হচ্ছিল যে সব আশা শেষ। কিন্তু আসতে আসতে পরিস্থিতি বদলে যেতে লাগলো। শফিউল ব্যাট করা দেখে মনে হচ্ছিল যেন কোন এক মিরাকেল ঘটতে চলেছে।

বিশেষ করে তার ছক্কা মারা দেখে খুব ভাল লেগেছিল। রান যখন দরকার ৭ তখন ও খুব টেনসন কাজ করছিল। গ্রুপ বি তে বাংলাদেশ এখন ৫ নম্বরে। আর ইংল্যান্ড দল ৩ নম্বরে নেমে গিয়েছে। আসলেই এই গ্রুপ টা এক কথায় "গ্রুপ অফ ডেথ"।

পরের রাউন্ডে যেতে হলে মাস্ট বি হল্যান্ড এর সাথে জিততে হবে আমাদের। আসলেই এরকম এক মারাত্তক ম্যাচ উপহার দেয়ার জন্য বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.