আমাদের কথা খুঁজে নিন

   

ন্যাড়া বেলতলায় একবারি যায়

যেমন ইচ্ছে লেখার আমার ভার্চুয়াল ডায়েরি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। “”ন্যাড়া বেলতলায় একবারি যায়””, এই কথাটা আমার বেলায় খাটল না!! দীর্ঘ ৩ বছর সিম্ফনি টাচ সেট চালাচ্ছিলাম। তাই এবার চিন্তা করেছিলাম আর এই কোম্পানির সেট কিনব না। এবার কিনব TOUCH N TYPE সেট । এই উদ্দেশে গত ২ দিন আগে বের হই মোবাইল কিনতে।

কিন্তু ২টা মার্কেট ঘুরেও আমার বাজেটের মধ্যে তেমন সেট পেলাম না । অতপর চিন্তা করলাম “ দেশি পণ্য কিনে হই ধন্য!!!”” কিন্তু ৩,০০০ টাকার মধ্যে ওয়ালটন সেটগুলার ফিচার এত কম এমনকি জাভা সেটও নাই, সিমপ্লি উয়াপ সেট!!!! অতঃপর আবার সেই চায়নাতে ফিরে আসা,আর চায়না সেটের রাজা এখন সিম্ফনি!!! তাই আবারো সিম্ফনি কিনলাম। পার্থক্য শুধু এটাই আগেরতা টাচ আর এটা টাইপ!!! উল্লেক্ষঃঃ সামনে ল্যাপটপ কেনার ইচ্ছা থাকায়, এন্দ্রয়ডের দিকে হাত বারাই নি। তবে এই সেট টাও খারাপ না। অনেক ফিচার ।

আমার মতে ওয়ালটনের উচিৎ এন্দ্রয়ডের পাশাপাশি জাভা সেটেও মনোযোগ দেয়া, কম মূল্যে ভাল সারভিস দেয়া, যদি তারা মোবাইল মার্কেটে জায়গা পেতে চায়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।