আমাদের কথা খুঁজে নিন

   

একটা ব্যাখ্যা চাই

ভালো জবাব পেতে ভদ্র কমেন্ট আবশ্যক আজকে সকালে যখন ফজরের নামায পড়ছিলাম কোন এক কারনে মন প্রচন্ড খারাপ ছিলো,,তাই কিছুটা আনমনে নামায পড়ে যাচ্ছিলাম,,,যখন সেজদাহ দিলাম (সুন্নতের ২য় রাকাতে) হঠাৎ দেখলাম কিছু একটা ছায়া জায়নামাজের উপর পড়ছে আর ক্রমশই সেটা আরো কাছিয়ে আসছে ,আমি যেহেতু নামাজ শেষ করিনি তখনো তাই পিছে তাকাতে পারিনি, কিন্তু স্পস্ট দেখতে পাচ্ছিলাম ছায়াটা আমার পিছে দাড়ানো ছিল,যেই সালাম ফিরিয়ে আশেপাশে দেখলাম কিছুই ছিলো না। আবার যখন ফরয নামাজের ২য় রাকাত পড়ছিলাম তখনও সেজদাহ দেওয়ার সময় একি ছায়া দেখলাম আরআবার সালাম ফিরিয়ে কিছুই পেলাম না। এটা ঘুমের ঘোরের হ্যালুসিনেশন মোটেও না কারন আমি কালকে মোটামোটি সারাদিন ই ঘুমিয়ে রাত ২টা-৩টায় উঠেছি,তাই ঐ সময় আমি একদম ফ্রেশ মুডে নামাজ পড়ছিলাম। ঘটনা এখানেই শেষ না, এর পর প্রায় ৬.৩০ এর দিকে আমার হাত পা অসম্ভবভাবে কামড়াচ্ছিলো, এটা ব্যাথা না কিন্তু একা অস্বস্তিবোধ ছিলো মনে হচ্ছিলো কেউ অবশ করে চাচ্ছিলো, এর কিছুক্ষন পর ঘড়ি দেখতে পারিনি দেখলাম আমার খাট নড়ছে, এমনটা গত ৫মাস ধরেই হচ্ছে তাই আমি গায়ে লাগাই কিন্তু সাহসি ভাব নিয়ে ইগনোর করি, কিন্তু কিছুক্ষন পর অনেক বেশি জোরে খাট নড়তে লাগলো।এটা যদি ভুমিকম্প হত তাহলে দেয়ালে ঝুলানো চাবিও নড়তো কিন্তু সেগুলি একদম স্টিফ ছিলো আর আমার খাট খুব জোরে জোরে নড়ছিলো, এর কিছুক্ষন পর দেখলাম আমার উপর অনেক ভাড়,এমনটাও মাঝে মাঝে হয় তাই আবার বিরক্ত হয়ে বললাম কুলাংগারের মত ভয় দেখাস কেন পারলে কিছু কর যা সর এটা বলে হাত নাড়াতে গেলাম বুঝলাম হাতের কব্জি জোরে চেপে ধরেছে আর এবার আর কথা বের হচ্ছে না আমি মনে হয় আংগুলের মত কিছু একটা পেলাম কব্জিতে সেটা খুব জোরে টানলাম আর পাশে তাকানোর চেষ্টা করলাম কিন্তু কিছু দেখলাম না এরপর কলেমা পড়ে পড়ে ঐ অবস্থাতেই চোখ বন্ধ করে থাকলাম এরপর ঘুমিয়ে গেলাম। এটা হ্যালুসিনেশন না আজকে আমি পুরাপুরি নিশ্চিত হলাম, কিন্তু জিনিষটা কি সেটা বুঝলাম না, আমি তো তুলা রাশিরও না,কোরান তিলাওয়াত খুব করি তাও না এরপরেও এটা কি হতে পারে?কারো কি জানা আছে?আর এর কি কোনো রিমেডি আছে জানালে ভালো লাগতো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.