আমাদের কথা খুঁজে নিন

   

টেকি পাঠশালাঃ কাগজ দিয়ে বানিয়ে নিন সিডি/ডিভিডি কেস

দ্রিমু য্রখন ত্রখন স্রবট্রাতেই দ্রিমু প্রথমে একটি এ-ফোর সাইজের কাগজ নিয়ে এর উপর একটি সিডি/ডিভিডি রাখুন। কাগজের উভয়প্রান্তকে সিডি/ডিভিডির দিকে ভাঁজ করুন। এবার কাগজের সিডি/ডিভিডি রাখা অংশকে কাগজের মাঝের দিকে ভাঁজ করুন। কাগজের অপর অংশকে এবার সিডি/ডিভিডির দিকে ভাঁজ করুন। এবার আগের ধাপে দেয়া ভাঁজটি খুলে ফেলুন।

ছবির মত করে কাগজের উপরের অংশের দেড় ইঞ্চি ছিঁড়ে ফেলুন। আগের ধাপে ভাঁজ খুলে ফেলা অংশটিকে আবার ভাঁজ করুন। কাগজের ছেঁড়া অংশদুটো ভেতরের দিকে গুঁজে দিন। হয়ে গেল সিডি/ডিভিডি কেস। (টিপসঃ আপনার সিডি/ডিভিডি র‌্যাক না থাকলে এর বিকল্প হিসেবে জুতার বাক্স ব্যবহার করতে পারেন।

একটি জুতার বাক্সে প্রায় ৫০টি সিডি/ডিভিডি রাখতে পারবেন) ========================= আরো কয়েকটি টেকি পোস্টঃ পুরাতন টি-শার্ট থেকে ব্যাগ তৈরি, মাত্র ১০ মিনিটে বানিয়ে নিন জুতা/স্যান্ডেল র‌্যাক, একটু অন্যরকম করে মাত্র ২ সেকেন্ডে টি-শার্ট ভাঁজ করা শিখুন (ভিডিও টিউটোরিয়াল সহ) টয়লেট পেপার থেকেই তৈরি করুন টিস্যু পেপার বক্স  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.