আমাদের কথা খুঁজে নিন

   

সোমবার আবার হরতাল

জানতে চাই জানাতে চাই নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে সোমবারও সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে রোববার বিকেলে একই ইস্যুতে ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমাপ্তি সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি জোর দিয়ে বলছি, সরকারই ইলিয়াস আলী ও তার ড্রাইভার আনসার আলীকে তুলে নিয়েছে। ’ ইলিয়াস আলী ইস্যুতে সরকারের সঙ্গে সমঝোতার গুঞ্জন বিষয়ে ফখরুল বলেন, ‘সরকারের সঙ্গে সমঝোতার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। শর্ত বা সমঝোতার প্রশ্নই আসে না।

ইলিয়াস আলী ও তার ড্রাইভারের সন্ধান দিতে সরকার বাধ্য। ’ ফখরুল বলেন, ‘সরকার আমাদের শান্তিপূর্ণ হরতালে বাধা দিয়েছে এবং পুলিশ অন্যায়ভাবে নেতা-কর্মীদের গ্রেফতার করেছে। অসংখ্য নেতাকর্মীর ওপর আওয়ামী লীগের গুণ্ডাবাহিনী হামলা চালিয়েছে। ’ তিনি আরও বলেন, ‘আমরা এতোদিন হরতালের মতো কর্মসূচি এড়িয়ে চলেছি। কিন্তু আমরা শুধু মার খেয়ে যাবো, অত্যাচার নিপীড়ন সয়ে যাবো তা হতে পারে না।

’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘শেখ হাসিনা গণতন্ত্রের ভাষায় কথা বলছেন না। ’ মির্জা ফখরুল জানান, হরতালে সারাদেশে ৭২৬ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও আওয়ামী লীগের হামলায় আহত হয়েছেন ৬৬৬ জন। তিনি জানান, সারাদেশে গত ২৭ মাসে ৯৭ জন গুম হয়েছেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।