জীবন একটাই তাই যা করার ভেবে চিন্তে করতে চাই........ সকালের ঘুম ঘুম চোখ নিয়ে মেইন রোডে গিয়ে অফিসের গাড়ীতে উঠলাম। মালিবাগ রেলগেট মোড়ে গিয়ে দেখলাম একগাদা তাবলীগী হুজুর, গাড়ীতে ঊঠতে বোচকাসহ অপেক্ষমান। পাশে একজন পুলিশ ধমকাচ্ছে। আপনারা এখান থেকে যান। বুঝতে পারছেন না আইজ হরতাল......
নীরিহ প্রাণীগুলো পুলিশের এই ধমকে অনেকটাই ব্যতিব্যস্ত গাড়ীর জন্য।
চিল্লায় যাবে, আল্লাহর রাস্তায় বের হয়েও শান্তি নাই.................
আমার পাশে আমাদের ড্রাইভার বললো,,,, দেখেন ভাই, শালার পুলিশ এইখানেও ঝামেলা করছে,,, কন এই লোকগুলো হরতালের জন্য কিসের সমস্যা?
এরপর মৌচাক হয়ে রমনা পার্ক শান্তিনগর, রামপুরা, বাড্ডা গুলশান-১-২ হয়ে বনানীর অফিসে আসতে গিয়ে রাস্তায় অনেক গাড়ী দেথলাম। পুলিশ, ডিবি র্যাবের মাঝে মাঝে সেনাদের কনভয়ও দেখলাম। কী হচ্ছে আজকের দিন। প্রতিপক্ষ বিএনপি, আন্দোলেন দূর্বল তাই হয়তো তেমন কিছুই হবেনা। তারপরও প্রস্তুত সরকার।
অথচ এই প্রস্তুতি ইলিয়াস আলীকে খুজে বের করতে নিলে হয়তো আজকের এই হরতাল হতোনা। আজব দেশ আজব সরকার আজব বিরোধী দল আর তারচেয়ে বেশী আজব আমাদেরমত আম জনতা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।