সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে
আঁধার যাচ্ছে কেটে
সকালের স্নিগ্ধ আমেজ
রাত শেষের বাতাসে
আঁধার যাচ্ছে কেটে
ধূসর পাতারা ঝরে পড়ে বাতাসে ঘুরে ঘুরে
পাখি কতক ঘুম থেকে জাগে সুতীব্র চিৎকারে
ফোঁটায় ফোঁটায় শিশির জমে ঘাসে
ব্যাকুল বুনোফুল বকুলের গন্ধ ভাসে মাতাল বাতাসে
নগ্নপায়ে ফুল কুড়ানি কিশোরী নামে পথে
শুনা যায় একটি দুটি হাঁক মানুষের
কাটে রাত নিস্তব্ধতা ভেঙ্গে বাড়ে পথের ব্যস্ততা
পাহাড়ায় দাঁড়ানো কুকুর ঘুমায় অতলে
পুবাকাশে ছেড়ামেঘ ছেড়া ছেড়া মেঘ
আলোর উদ্ভাসে ভোরের আমেজ
ডিম্বকুসুম উঁকি দেয় ক্যানভাসের স্থিরচিত্রে
আঁধার কেটে যায় রাত্রী পোহায়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।