কত কথা কয়েছি দু'জনে
অথচ
আজ মনে হয় সে যেন সুদীর্ঘ সুখ স্বপ্ন
কোন এক জীবনের।
মনে গয় সে যেন
কৈশোরে দেখা রূপকথার মখমলে রাখা
পরশ-পাথর
বিবর্ণ দুপুরের গাছে নয়নাভিরাম সজীবতা,
ডাহুকের ডাক,
বকের সন্ধানে ঘুরে ফেরার রোমাঞ্চ
শৈশব-কৈশোরের আশ্রয়স্থল ছেড়ে আসার
সেই বিষাদ ঘন সন্ধ্যার স্মৃতি,
শেষবারের মতো দেখা আবীর ছড়ানো টলমল নদী।
তুমি, তোমার কথা, তোমার স্মৃতি
বহুদূর থেকে ভেসে আসা মন ছোঁয়া লিলুয়া বাতাস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।