আমাদের কথা খুঁজে নিন

   

সকালের ঘাস ফুল

বেঁচে থেকেও আমি মৃত; কিছু না লিখতে জেনেও কবি............

সকালের ঘাস ফুলে; শিশির ভেজা পাঁ দলাদলি আর ছুটে চলার মাঝে কি সীমাহীন ফাঁরাক বলতে গিয়েও আবার না বলার বাসনা সবই এক অন্য আলোর খোঁজে; অন্ধকারের মাঝে আবার হারিয়ে যাবার অপেক্ষা। শিশির ভেজা ঘাসে ছুটে চলা নীল কিশোরীর সাদা পাড় রাত বেড়াতের কালো জংলীর নগ্ন নৃত্য চোখ মেলে দেখা আবার না দেখার সাধ কান্না হাসির মাঝে উৎপত্তির নিদারুন সহবাস; কালোঅধ্যায় অতঃপর সেই হাসিটা অথবা ভ্যংচিটার আক্ষেপ। গ্রাম্যবালিকার কাঁচের চুড়ি; ছিন্ন হাতে বাশের কঞ্চি উপুর হয়ে শালের ছিদ্র খুঁজে মত্ত হওয়া; মাতাল কামনা শিহরনে সুখের পরশ অঝর ঝরার কাল বৃষ্টি নামে; ঝড়ের রাতে; বন্ধ দরজায় কড়া নাড়ে অবাক চাহনি শক্ত করে; প্রতিশোধের নেশায়; অজান্তে। মেঠো পথে ছাগলের পাল; দাপিয়ে বেড়ায় অট্টহাসি হাসে বালিকার কান্ড দেখে উপহাস নয়, যেন এক দুই তিন করে গুনতে শেখানো শিখতে না চাইলেও জোড় করে হাত ধরা তারপরে মাত্র কয়েকটা দিনের অবসর। একে একে বদলে যায় গ্রাম্যবালিকা সুরহীন ভাবলেশহীন জীবনের পথে ডোরাকাটা বাঘের পথে কাঁটা বিছায়; হাক দেয় নতুন এক অধ্যায়ের পাতা উল্টায়; আটকে থাকা জীবনপট শেষমেষ কিছু না বলেই চুপ হয়ে যাওয়া চুপ; চুপ; চুপ; চুপ; একেবারেই চুপ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।