আমাদের কথা খুঁজে নিন

   

সকালের ঘুম



আজ ভোর 5.45এ ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার জন্য রেডি হলাম ঠিক তখনই আম্মু বলল স্কুলে যাওয়া লাগবে না বাসায় পড়। আমি ও জামা মানে ড্রেস চেনজ করে পড়া শুরু করলাম। 9.00 টায় আম্মু অফিসে যাওয়ার সাথে সাথে বই বন্ধ করে দিলাম দৌড় নিচে। বন্ধুদের সাথে খেলা শুরু করলাম। আম্মু আসল 12 টায়।

এসে দেখে আমি নিচে। ঐখান থেকেই বাসায় এনে দিল সেই রকম ঝাড়ি। বকা দিলে আমার কিছুই হয় না। এক কান দিয়া ঢুকাইয়া আরেক কান দিয়া বাহির করে দেই। কিন্তু আম্মু ছাড়া কেউ ধমক দিলে খুব লাগে।

তারপর দুপুরে খেয়ে আম্মু কিছু অংক দিয়ে গেল বলল ওগুলো করে রাখতে। তারপর বিকালে খেলতে যাবি। আমি এসে দেখব। আমার এখন মজা কালকে হরতাল তাই স্কুল এ যাওয়া লাগবে না। তবে সামনে বৃওি পরীক্ষা তখন মনে হয় খবরই আছে..............................


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।