মিয়ানমারের নৌ-বাহিনীর গুলিতে
২ বাংলাদেশী আহত
কক্সবাজার প্রতিনিধি বার্তা২৪ ডটনেট
কক্সবাজার, ২১ এপ্রিল: জেলার সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরের বসরা নামক স্থানে মিয়ানমারের নৌ বাহিনীর গুলিতে দুই বাংলাদেশী জেলে আহত হয়েছেন। শুক্রবার রাত ১২টায় এ ঘটনা ঘটে।
জেলে সূত্র জানায়, সেন্টমার্টিন থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গোপসাগরের বসরা নামক স্থানে কয়েকটি বাংলাদেশী ফিশিং বোট মাছ ধরছিল। ওইসময় টহলরত মিয়ানমার নৌ-বাহিনী অতর্কিতভাবে গুলি ছোঁড়ে। দুই বাংলাদেশী জেলে গুলিবিদ্ধ হন।
প্রথমে তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
টেকনাফে ৪২ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে.কর্নেল জাহিদ হাসান জানান, মিয়ানমার নৌ-বাহিনী বাংলাদেশী জেলেদের ওপর ১৫ রাউন্ড গুলিবর্ষণ করেছে বলে শুনেছি। তবে এটি আমাদের সেক্টরের অধীনে নয়। সেদেশের মেরুলোয়ার ৮ নং সেক্টরের অধীন।
সে জন্য আমরা বিস্তারিত জানতে পারিনি।
View this link
বার্তা২৪ ডটনেট/এমআর/এআর ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।