আমাদের কথা খুঁজে নিন

   

দৈনিক 'আমাদের সময়'র ইসরাইল প্রীতি

মানুষের জন্য আমি দৈনিক 'আমাদের সময়'তে আকিদুল ইসলামের 'গুন্টার গ্রাসের কবিতা: ভিতরের দৈত্যটা আবার বেড়িয়ে এসেছে ' এই নামে একটি কলাম ছাপা হয়েছে, সেখানে নির্লজ্জভাবে জায়নবাদী রাষ্ট্র ইসরাইলের সাফায় গাওয়া হয়েছে! আগে থেকেই গুজব আছে, নাইমুল ইসলাম নাকি ইসরাঈল ইহুদীদের প্রেমিক। আগ্রাসী রাষ্ট্র ইসরাঈলের সাথে তার মাখামাখির খবর এদেশের শিক্ষিত মহলের অজানা নয়। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কখনো ভাবতেই পারি নি, ইসরালের সাফায় গেয়ে বাংলাদেশের পত্রিকার পাতায় কলাম ছাপা হবে! গুন্টার গ্রাসের কবিতা পড়ে ইসরাইল প্রেমিক বাংলাদেশী বংশদ্ভুব এক ভক্তের কান্না এবং পত্রিকার পাতায় কলাম আকারে প্রকাশ!! সত্যিই আমি আশ্চার্য হয়েছি। এত দুঃসাহস তারা পেল কোথায়? বাংলাদেশের মাটিতে ইসরাইল রাষ্ট্রের পক্ষে সাফায়! আমি কখনই ভাবিনি বাংলাদেশের ইহুদি প্রেমিকেরা এতটা শক্তিশালি। আকিদুল ইসলাম ইসরাঈলে পক্ষে সাফাই গেয়ে অনেক কথায় লিখেছেন।

গুন্টার গ্রাসের কবিতার সমালোচনা করা যেতেই পারে, গুন্টার গ্রাস একসময় নাৎসীতে ছিলেন' এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে তার সমালোচনা করার অধিকার সবার আছে। তাই বলে, গুন্টার গ্রাসের কবিতার সমালোচনা করতে গিয়ে জায়নবাদী ইসরাইলের পক্ষে সাফায়! এটি কি কোন বিবেক মেনে নিতে পারে? লেখক বা প্রকাশক একবারও ভেবে দেখলেন না যে, কোন প্রেক্ষিতে, কিভাবে, কাদের জমি কেড়ে নিয়ে এই রাষ্ট্রটির উথান? এরা এতটাই বিবেকহীন হতে পারে যে, ইতিহাসের আলোকে ঘটনার যাচাই না করেই ফিলিস্তিনিদের বুকে লাথি মেরে জায়নবাদী রাষ্ট্রের পক্ষে সাফায়! এটা কি মেনে নেওয়া যায়? আকিদুল ইসলাম লিখেছেন ''ইসরায়েলকে দুর্গের মতো চতুর্দিক থেকে ঘিরে রেখেছে মুসলিম দেশগুলো। তার প্রতিটি নাগরিক ঘুমুতে যায় রকেটের বিকট শব্দ শুনতে শুনতে। তাদের ঘুম ভাঙে বারুদের গন্ধে। এই পৃথিবীতে যদি অন্য জাতি গোষ্ঠীর বেঁচে থাকার অধিকার থাকে তাহলে ইহুদিদের থাকবে না কেন?" তিনি আরও লিখেছেন ''ধর্ম, বর্ণ, গোষ্ঠী আর সম্প্রদায়ের সীমাবদ্ধতাকে অনেক পেছনে ফেলে এসেছে আজকের আধুনিক বিশ্ব।

কেবলমাত্র ইহুদি হওয়ার কারণে প্রতিনিয়ত মৃত্যু কেন ইসরায়েলিদের তাড়া করে ফিরবে?" কি ন্যক্করজনক মিথ্যা! ইসরাইলরা নাকি বারুদ্ধে রকেটের শব্দে ঘুমাতে যায়! তাদের ঘুম ভাঙে নাকি বারুদে গন্ধে! ইসরাইলদের নাকি মৃত্যু তাড়া করে ফিরে! কি হাস্যকর কথা। আকিদুল ইসলাম সাহেবে বয়ান রুপকথার গল্পকেও হার মানায়। আকিদুল ইসলাম কেন ফিলিস্তিনিদের বর্তমান দুর্দশাকে ইসরাইলের দুর্দশা বলে বর্ণনা করলেন? তার স্বার্থ কোথায়? তিনি কেন গুন্টার গ্রাসের সমালোচনা করতে গিয়ে ইসরাইলের পক্ষ নিয়ে জার্মানদের দায় ফিলিস্তিনিদের উপর চাপিয়ে দিলেন? এটা নিশ্চিত, তিনি আর তার সম্পাকদ অবশ্যই ইতিহাস জানেন, ইচ্ছাকৃতভাবেই উনারা ইতিহাসের বিকৃতি ঘটালেন। এর পিছনে অবশ্যই বিরাট কোন স্বার্থ লুকিয়ে আছে, উনারা এটা প্রকাশের মাধ্যমে পেয়েছেন ডলার অথবা পাউন্ড। ডলার আর পাউন্ডের বিনিময়ে জায়নবাদী রাষ্ট্রটি এদের দিয়ে এদেশের মাটিতে তাদের কোন কিছু বাস্তাবায়ন করতে চাইছে।

তারা কি বাস্তবায়ন করতে চাইছে এটা অচিরেই জানা যাবে যদি না বাংলাদেশের মুসলিম সমাজ এখনই সর্তক হয়। মুসলিমদের উচিত হবে নাঈমুল ইসলাম এবং কলামিস্ট আকিদুল ইসলামকে সর্তক করা। তারা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে সম্ভবত তাদের ভবিষৎ খারাপ আছে। এদেশের স্বাধিনতা প্রিয় জনতা তাদের ইসরাইল প্রীতি মেনে নিবে না। ফিলিস্তিনিদের স্বাধিনতার সংগ্রামে এদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শামিল অথচ মুখচোরা এই নাঈমুল ইসলাম এদেশের মানুষের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশ প্রেমিক জনতাকে অবপমান করেছে।

এদেরকে সর্তক করা এবং এদের থেকে মুসলিমদের সতর্ক হওয়া সময়ের দাবি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.