হঠাৎ করেই সবাই যেন হয়ে গেল রঙিন ঘুড়ি
নীল আকাশ কে ছুঁয়ে দিতে প্রানপনেতে ওড়া উড়ি ।
সব রঙের ই ঘুড়ি আছে ,লাল নীল আর শাদা কালো
তার মাঝেতে সবচেয়ে কম সাদা রঙের ঘুড়ি গুলো ।
কোন ঘুড়ি ভীষণ তেজী কোন ঘুড়ি রাঘব বোয়াল
কোন ঘুড়ি সাদামাটা তো কিছু আবার দেখতে ভয়াল ।
অনেক ঘুড়ি উড়ছে ভীষণ , অনেক ঘুড়ি উড়ছে মিছে
অনেকগুলো কালো ঘুড়ি একটি সাদা ঘুড়ির পিছে ।
কখনও বা কিছু ঘুড়ির উপরে ওঠার ভীষণ তাড়া
কিছু আবার উড়ছে কেমন ভীষণ রকম ছন্নছাড়া ।
আবার যখন দুই ঘুড়িতে ভীষণরকম কাটাকাটি
একটি ঘুড়ি ই টিকে থাকে, অন্য যেটি ছোঁয় যে মাটি ।
ঘুড়িগুলো সব পাখি হয়ে মুক্তাকাশে মেলছে ডানা
অসীমপানে হারিয়ে যেতে নেই যে নিষেধ নেই যে মানা ।
সব ঘুড়ির ই মনের মাঝে স্বপ্ন রঙের হাতছানি
জানে না কেউ আছে কোথায় ঘুড়িগুলোর নাটাইখানি ।
কোন ঘুড়িটির কতোখানি সূতা আছে নাটাইটাতে
কে ই বা আছে অন্তরালে ছাড়ছে সূতা দক্ষ হাতে ।
যতই উড়ুক আকাশপানে স্বাধীনতার পরম সুখে
সূতার শেষে পড়তে হবে মাথা ঠুকে মাটির বুকে ।
এরই মাঝে কিছু ঘুড়ি নীল আকাশে খাচ্ছে খাবি
মাতাল হাওয়ায় ঘুড়িগুলো অপরিনামদরশী সবই ।
বোঝে না কেউ , সবাই যেন প্রতিযোগী এই সর্বনাশে
জানে না কেউ , অন্তঃরীক্ষে কে ই বা বসে মুচকি হাসে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।