আমাদের কথা খুঁজে নিন

   

বেচে থাকি দুঃস্বপ্নে !!! এলোমেলো ব্লগকথন

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

অনেকদিন স্বপ্ন দেখা হয় না । মানুষ নাকি স্বপ্ন নিয়েই বেচেঁ থাকে আর আমি দেখি দুঃস্বপ্নের মাঝে বেচেঁ আছি । এমন কি ঘুমের মাঝে স্বপ্ন দেখি না ম্যালা দিন ।

কবে স্বপ্ন দেখেছিলাম শেষ তার হদিস পাই না । নিজেকে ইদানিং স্বপ্নহীন জড় পদার্থের মতনই লাগে । আজ স্বপ্নহীন নিদ্রা শেষে যখন জীবিত অবস্থায় ফিরে পেলাম, তখন ঘড়িতে সকালের আয়ু রেখা শেষ । পত্রিকা খুলে চোখ যায় "ভোজ্যতেল এবং চালের মূল্য বৃদ্ধি" হেডিং এ । মেজাজ আবার খিচড়ে যায় ।

স্বপ্নহীন এমন দীর্ঘ ঘুমের পর এমন হেডিং দেখতে কার ভালো লাগে..... চালের দাম বস্তা প্রতি ১০০ টাকা বৃদ্ধি । দফায় দফায় খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি হচ্ছে , অথচ আমরা তথাকথিত সিভিল সোসাইটির মধ্যবিত্ত নির্বিকার । এখন তো খেতে পারছি এটাই যেন সবচেয়ে সুখের বিষয় । মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করি । অন্য সংবাদ এর দিকে চোখ বুলাই..... কিন্তু ঘুরতে থাকে... মূল্যবৃদ্ধি..... রিকশায় উঠি, ৫ টাকার ভাড়া রিকশাওয়ালা ১০ টাকা রেখে দেয় ।

কিছু বলতে গেলে ক্ষুধার্ত দৃষ্টিতে শকনো হাসি দেয় মামা , চালের দাম ৪০ টাকা... আপনারা না দিলে কে দিবো ??? ... আরে ব্যাটা আমারে কে দিবো ?? সিএনজি উঠলে ২০টাকা বাড়ায়া দিতে হইবো... একই ডায়লোগ, মনে হয় চালের দাম, জিনিস পত্রের দাম সব আমার পকেটে ঢুকছে তাই তাদের আবদার মতন সবাইরে বাড়ায়া দিতে হবে । অথচ আমার আয় বাড়ে না । বাড়ে দুৎচিন্তা !!!! বেচে থাকি দুঃস্বপ্নে !!! আমি আর স্বপ্ন দেখি না । স্বপ্ন দেখার দুঃসাহস আমার হয় না । ঘরে বসে টিভি খুললেই সুন্দর সুন্দর হাসি আর মিষ্টি মিষ্টি ছেলে ভুলানো কথা ।

ডিসেম্বরে নির্বাচন । এই এক নির্বাচনের মূলা ঝুলিয়ে গেল দেড় বছরেরও বেশী সময়, আরো কতদিন যাবে কে জানে । খাদ্য দ্রব্যের দাম বাড়ছে কেন ?? কাকে জিগেস করবো ?? কে উত্তর দিবে ?? একেকটা দিন গড়ায়, রাত বাড়ে আমি নির্বিকার হয়ে যাই, স্বপ্নরা বুড়িয়ে গেছে । মরে যায় বেচে থাকার তাগিদ । মনেহয় আর কতদিন বেচে থাকতে হবে ?? মাঝে মাঝে বুঝে পাই না দেশের গরীব মানুষেরা বেচে আছে কিভাবে ?? যেন প্রতটি দিনের শেষেই তারা হেসে উঠে আরো একটা দিন বেচে থাকলাম !!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.