আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা জুড়ে দেখি নায়িকা হাসিনাকে নায়ক বলে অপপ্রচার চালচ্ছে কিছু দুষ্ট পোলাপানরা।

সম্পতি কালে ঢাকা ভ্রমন করতে হচ্ছে নিয়মিত। নারায়ণগঞ্জ হতে গাড়ি নিয়ে রওয়ানা দিলে ৪০ মিনিটের রাস্তা পেড়ুতে মাত্র তিন ঘন্টা লাগে। আবুল ওবায়দুলের রাস্তায় চড়ে যখন যাই তখন সারা রাস্তা জুড়ে দেখি বাংলাদেশের একমাত্র ডিজিটাল হওয়া সেক্টর ডিজিটাল ব্যানারে রাস্তার চারপাশে ছেয়ে গেছে। সেখানে বাংলাদেশের নায়িকা হাসিনা আপাকে জাহাজের মাস্তুলে গলুইতে নানান রকম বিপদজনক জায়গায় বসিয়ে সমুদ্রের ভেতর ভ্রমন করানোর ছবি। হাচিনা আপা স্বলজ্জ হাসিকে ভূবন মোহিত করে ভিসাইন দেখাচ্ছে।

চারদিকে তাকিয়ে বলছে দেখ আমি সমুদ্র জয় করেছি!!?? মনে হচ্ছে কলম্বাসের বাংলা সংস্করন! এসব দেখতে গিয়ে ডানে বামে প্রচুর দোল খাচ্ছি। রাস্তার ভেতর পুকুর থাকায় গাড়ির সিটবেল্ট প্রচন্ড টান পড়ছে। ভুড়িতে ব্যাথা পাচ্ছি । ড্রাইভার কে বললাম নেত্রী সমুদ্র জয় করলেও তিনি স্থলের রাস্তা জয় করতে পারেনি। দেখ কি অবস্থা?!! ডাইভার মুচকি হেসে বললো স্যার দেখেন বদের হাড্ডি পোলাপান গুলি নায়িকা কে বলেছে নায়ক! ড্রাইভার আমাকে ডিজিটাল পোষ্টার দেখালো।

লেখা আছে রাষ্ট্র নায়ক হাসিনাকে অভিনন্দন‍!! কি বলবো? হাসলাম অনেকক্ষন। ড্রাইভারকে বললাম ডিজিটাল প্রস্টার দিয়ে কি উপকার হয়? ও বললো এগুলো দিয়ে বস্তিতে ঘর আর পায়খানার চালে বৃষ্টির জন্য দেওয়া হয়! এরপর আর কিছু না বলে রাষ্ট নায়ক বুবুর ছবি দেখিতে দেখিতে এবং সাগরের দোল খেতে খেতে চলতে লাগলাম।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.