আমাদের কথা খুঁজে নিন

   

আমিও ফুরিয়ে যাই

পুরনো আমিটাই ভাল ছিলাম... অনেক মেঘের আকাশ- নীরব মনস্তাপের বুকে তুমি শোন, ঝরঝর অশ্রুনিনাদ, কষ্টলীন সুর রোদমগ্নতায় একাগ্র বিষাদ খুব সন্তর্পণে ব্যাধির জ্বলন; মুঠোর ভেতর আশ্চর্য ঘাস খুঁজে দেখ প্রাণের অভ্যর্থনা, শালিক-প্রহর দু'চোখে অবরুদ্ধ কান্নার গহীন, সবুজ অরণ্য ক্রমশ নিশ্চুপ হয়ে আসে- অসহ্য দূরত্বের পথে রুধির পদছাপ উড়ন্ত হাত ছুঁয়ে বিমগ্ন অদ্ভুত ঘাসফড়িং; এইসব বিয়োগান্ত দিনের শেষে নিবিড় অবসরের মতো, এইখানে নেমে আসে নক্ষত্রের মায়া ছায়াসংহিতায় আমার নিরর্থ ক্লান্তি; অথচ- কথা ছিল যুগল নক্ষত্রে রব জেগে, এখন- আমিও ফুরিয়ে যাই পরাজিত সৈনিকের বোধ নিয়ে মনে, ঠিক এইভাবে ডুবে যাই চিহ্নিত রোদের আড়ালে ঘাসফুল ঘুমিয়ে পড়ে ইটচাপা অভিমান নিয়ে খুব। ত্রাতুলঃ ১৮-০৪-২০১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।