জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই বাংলাদেশের রাজনীতিবিদ ও আমলাদের ঘুষ দুর্নীতির জন্য এই দেশের কোন উন্নতি হল না। মন্ত্রী বা রাজনীতিবিদ না হয় পদত্যাগ করে বা তাদের শাসন ক্ষমতা শেষ হয়। কিন্তু যেই আমলা সারা জীবন ধরে ঘুষ খেয়ে সম্পদের পাহাড় গড়ে তার কোন বিচার হয় না।
আমলা - রাজনীতিবিদদের ঘুষ দুর্নীতি বন্ধের জন্য ভালো লোকদের ভোট দিয়ে নির্বাচিত করা দরকার। কিন্তু সেটা কি আমরা ভোটাররা কখনও করব ? আমরা তো ভালো লোক খুঁজেই পাই না।
দোষটা কার ?
আর নিজের ছেলেমেয়েকে ঘুষখোর আমলা হিসেবে প্রতিষ্ঠিত দেখলে আমরা সবচেয়ে বেশি তৃপ্তির ঢেকুর তুলি। আর যে ঘুষ খায় না, সেই আমলাকে বোকা বা বলদ বলে সম্বোধন করি। এটা একটা সামাজিক রীতি। দোষটা কার ?
আমাদের নানা সামাজিক সংগঠন, সেটা পঞ্চায়েত কমিটি বা মসজিদ কমিটি যেটাই হোক, ঘুষখোর পয়সাওয়ালা আমলাকে নেতা বানাই। এর মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ম্যাসেজ দেই যে, ঘুষ খাওয়া খারাপ কিছু না।
বরং ঘুষ না খেলে তোমার সামাজিক মর্যাদা রক্ষা করা সম্ভব হবে না। দোষটা কার ?
আমরা মেয়ে বিয়ে দেয়ার সময় ছেলের উপরি কত সেটাই সবচেয়ে বেশি জানতে চাই। ছেলে সৎ কিনা সেটা নিয়ে আমাদের কোন মাথা ব্যথা থাকে না। দোষটা কার ?
আমরা ছেলে মেয়েদের ঘুষখাওয়া চাকুরি ম্যানেজ করে দেওয়ার জন্য মোটা টাকার ঘুষ নিয়ে সরকারী দপ্তরে দৌড়ঝাঁপ করি। যত টাকাই দাবি করা হোক না কেন, ঘুষ খাওয়ার নিশ্চয়তা যেই চাকুরিতে আছে , সেটা পাওয়ার জন্য হন্যে হয়ে উঠি।
দোষটা কার ?
আমরা ভার্সিটি উচ্চ শিক্ষা লাভের সময় থেকেই স্বপ্ন দেখতে শুরু করি, একটা ঘুষ পাওয়ার মতো সরকারী চাকুরি পাওয়ার জন্য। যে কোন মূল্যে এমন একটা সরকারী চাকুরি পেতে চাই, যেই চাকুরিতে প্রচুর ঘুষ খাওয়ার সুযোগ আছে। আমরা কি দুর্নীতিবাজ নই ? দোষটা কার ?
একজন বীর সৎ আলী আজম বা টাকার ভাগীদার সুযোগ সন্ধানী আলী আজমের বিদ্রোহের কারণে একজন প্রভাবশালী মন্ত্রী সুরঞ্জিতের গদি যাবে। গদি যাওয়া এবং বিচার হওয়া উচিত। কিন্তু সারা দেশে লক্ষ লক্ষ ঘুষখোর আমলাদের বিচার করবে কে ? ঘরে ঘরে তো আর আলী আজমের মতো সাহসী মানুষ নাই।
আমরা তো কেউ আর ঘুষ দুর্নীতির বিপক্ষে নই। বরং আঙ্গুর ফল টক বলেই জানি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।