আমাদের কথা খুঁজে নিন

   

শুধু কি সুরঞ্জিতের হার?

কপট ধার্মিক, ভীরু- ভন্ড, রাজাকার এবং তাদের বংশধরদের এই ব্লগে প্রবেশ নিষেধ সুরঞ্জিত সেন গুপ্ত! একজন প্রবীণ বর্ষীয়ান রাজনীতিবিদ। কিন্তু এখন আর সে রাজনীতিবিদ নয় একজন আমান, শামীম বা হাজারীর মতোই রাজনীতিজীবি। রাজনীতি করেই এরা জীবিকা নির্বাহ করে। শালার বাংলাদেশে সে মন্ত্রী হওয়ার কদিনের মধ্যেই গুপ্তধনের সন্ধান পেলো! যেমন অন্যেরা পায়। সুরঞ্জিত এখন যতোই রঙ চঙ লাগাক নিজের বাবু বাবু ভাবটি আর প্রকাশ করতে পারবে না।

তার গায়ে যে বিষ্ঠা লেগেছে তা দূর হবার নয়। বাংলাদেশের সব রাজনীতিকদের গায়েই ওটা লেগে থাকে। সেই গন্ধ তারা আতর মনে করে! কিন্তু তারা জানে না যে, শুধু মরা মানুষদের গায়েই ওই আতর লাগে। তারা মরে গেছে অনেক আগেই। মেরে ফেলেছে দেশটাকেও।

তাদের মুখে দেশের মুখে মাছি ভন ভন করে উড়ছে। যেমন উড়ে মরা মানুষের মুখে। সুদূর প্রবাসে বসে দেশের জন্য মায়া হয়, করূণা হয়। কিন্তু কিছুই করতে পারিনা। নিজেকে ধিক্কার দিই।

নিজের দেশকে শালা বলে গালী দিই!নিজের যতোটুকু তাপ বা উত্তাপ আছে সেটুকু দিয়ে কোন বিজয় ছিনিযে আনতে পারি না। অথচ ইচ্ছে করে! ঘরের কোণে বসে আছি, নিজেকে মনে হয় একজন অক্ষম বিজয় প্রতাপ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.