যুদ্ধাপরাধীদের বিচার চাই
শিবিরের ২৬ নেতার পদত্যাগের খবর বোধহয় এতক্ষণে সবাই শুনে গেছেন। কিন্তু এত অর্গানাইজ (তাদের মতে) দলে এরকম ঘটনা আগে কক্ষণই ঘটেনি।
এ পদত্যাগ তখনই ঘটল যখন সরকার তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। বাইরের দেশ থেকেও তারা খুব একটা সুবিধা পাচ্ছে না। এটা কি সত্যিই পদত্যাগ নাকি গ্রেফতার এড়াতে এক রাজনৈতিক ষড়যন্ত্র। ওদের মত কুকুরের লেজ আমার মনে হয় না এত সহজে সোজা হবে। ওদের মত হিংস্র ও কুবুদ্ধিসম্পন্ন লোকেরা এত সহজে পদত্যাগ করতে পারে না। তাই উৎফুল্ল না হয়ে দেখতে হবে ওরা আবার কি ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।