ব্যাটারি সংরক্ষণ করার সবচেয়ে উপযোগী স্থান হতে পারে রেফ্রিজারেটর! অন্তত গবেষকেরা তো তা-ই বলছেন। ব্যাটারি সংরক্ষণ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের গবেষকেরা জানিয়েছেন, সাধারণত ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ব্যাটারি সংরক্ষণ করা হয়। কিন্তু ঘরের তাপমাত্রা যদি বেশি হয় সে ক্ষেত্রে ব্যাটারির ক্ষতি হতে পারে। তাই দীর্ঘদিন কর্মক্ষম রাখতে ফ্রিজে ব্যাটারি সংরক্ষণ করা যেতে পারে । যুক্তরাষ্ট্রের গ্রিনব্যাটারিজ নামের একটি প্রতিষ্ঠানের গবেষকেরা ব্যাটারি সংরক্ষণে এ পরামর্শ দিয়েছেন। গবেষকেরা আরও বলেছেন, যদি বেশি তাপমাত্রায় অ্যালক্যালাইন ব্যাটারি রাখা হয়, তবে ব্যাটারির ক্ষমতা দ্রুত নিঃশেষিত হয়ে যায়। তাপমাত্রা বেশি হলে অবশ্যই শীতল কোনো স্থান বা রেফ্রিজারেটরে ব্যাটারি রাখতে হবে। সূত্র:View this link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।