আমাদের কথা খুঁজে নিন

   

নতুন যাত্রার চেষ্টা

রাতের উপর ভর করে আরেক নিশি/আঁধারের চারপাশে বসত করে গুমোট অন্ধকার। হে নিশীথিনী,তুমি মোর সব আঁধার খেয়ে ফেল হয়ে যাও গাঢ় অন্ধকার,যেন- চাঁদের কোমালতাও হয় বিদ্ঘুটে নিশি কৃত্রিম আলোকেও কর কৃষনগহবর -পিশাচ বলছো? -আপত্তি নেই। সবইতো সহ্য করছো সর্বংসহা আমি আর পারছি না, হারিয়েছি সহ্যের সীমা বহু আগেই। অমীয় বাণী আমার জন্য হয়েছে অস্পৃশ্য। অসীম যে হতে পারি না। আঁধারের শেষেই দেখা যায় আলো, আলোর শেষে কি?- আমার বুঝতে খুব ইচ্ছে হয়। ক্ষণে ক্ষণে নিজের সংকীর্ণতাকে যখন আবিষ্কার করি এক শুদ্ধ মুহুর্তে বয়ে চয়া কালো রক্তের খুনী খুঁজে পায়। ঠিকে আলোটুকুও তখন আবার কৃষনগহবরে আধাঁরের শেষেই সবাই বলে আলো, আলোর শেষে কি?- যাত্রাটা না'হয় শুরু করি নতুন দিনের,নতুন পথের- দেরি খুব হয়েছে কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.