হাফ ইঞ্জিনিয়ার
ইন্টারনেটে প্রযুক্তির দিন দিন আগ্রগতির কারনে বিভিন্ন সেবাদাতা ওয়েব প্রতিষ্ঠান তাদের সেবাসমুহ প্রচারে নতুন নতুন ফিচার যোগ করছে। ইন্টারনেট আবিষ্কারের সময় থেকে কিংবা ঐসব প্রতিষ্ঠানের শুরুর সময় থেকে এত সুন্দর চেহারায় কিংবা এত দ্রুত সেবা দেওয়া এই ওয়েব প্রতিষ্ঠানের সুযোগ ছিলনা। বর্তমানে ইন্টারনেটে প্রভাব বিস্তারকারী অনেক ওয়েবসাইটের কিংবা জনপ্রিয় গেমসসহ অনেককিছুর জন্মই ইন্টারনেট আবিষ্কারের অনেক পরে। কেমন চেহারা বা এর সেবা হত যদি ইন্টারনেট আবিষ্কারের বা জনসাধারণের জন্য উন্মুক্ত করার সময়ে এইগুলোর জন্ম হত!! Squirrel-Monkey.com নামে ওয়েবসাইট তেমনি কিছু ভিডিও বানানোর চেষ্টা করেছে যেখানে ওইসব ওয়েবসাইটের চেহারা ওই সময়ে কেমন দেখাত তা নিয়ে। সুত্র-ম্যাসেবল।
চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসিঃ
যদি গুগলের জন্ম ৮০এর দশকে হত তাহলে কেমন হত এটি দেখতে!!!
ফেসবুক যদি ৯০ সালে ইন্টারনেটে সবার জন্য উন্মুক্ত করা হত তাহলে এটি কেমন হত??
জনপ্রিয় গেমন্স এংরি বার্ডস ৮০ সালে খেলতে যেমন হতঃ
যদি টুইটার ৮০ সালে ইন্টারনেটে আসত এটির সেবাসমুহ যেমন হত!!
যদি পেইন্ট করার সিস্টেম ৮০ সালে থাকত তাহলে যেমন করে আঁকতে হতঃ
লেখাটি পুর্বে টেকস্পেট এ প্রকশিত। টেকস্পেটের এ সপ্তাহের জনপ্রিয় আরো কিছু পোস্টঃ
১। ব্লগারে যুক্ত হওয়া নতুন এসইও সেবার সাথে পরিচিত হয়েছেন তো?
২। ঘাড়ের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন ? চলুন দেখি কিছুটা আরাম দিতে পারি কি না !
৩। ওয়ার্ডপ্রেস সাইটের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় কিছু টিপস
৪।
উইন্ডোজ ৭ এবং ভিস্তায় “Run as Administrator” থেকে চিরমুক্তি পাওয়ার উপায় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।