........ পহেলা বৈশাখ উপলক্ষে ৩ লক্ষ স্কয়ার ফিটের আলপনা আঁকা নিয়ে জাতির চিন্তা-মামুদের একাংশ আহ্লাদে গদগদ হয়ে যাচ্ছেন গিনেস বুকে নাম উঠবে ভেবে......ফেসবুকের বিভিন্ন পেজের কল্যাণে এয়ারটেল আর প্রথম আলোর এই যৌথ যজ্ঞে পুলাপান আনন্দে আটখানা......বলা হচ্ছে এর মাধ্যমে জাতির সংস্কৃতি ফুটিয়ে তোলা হচ্ছে.......আর এখানে পুরো রাস্তা জুড়ে সংস্কৃতির নাম দিয়ে আলপনা আঁকা হয়েছে । আর এর পেছন আছে কারা??? এয়ারটেল! প্রথম আলো!...... এইসব পেজই একটার সাথে আরেকটা প্রতিযোগিতা করে ভারত বিরোধিতায় নামে আর এখন এয়ারটেলের এই অভিনব বিজ্ঞাপনে ফ্যানদের মাঝে হুজুগী পুলক ছড়িয়ে দিচ্ছে......এইসব বেসরকারী সংস্থার জন্য এত বিশাল একটা এরিয়া ব্যবহারের অনুমতি দেয়া হল কি মনে করে??? কথা আরও আছে, ”আকবো আমরা, দেখবে বিশ্ব” এই শিরোনামে যে দীর্ঘ আলপনা করতে যাচ্ছে আজ তা একটি চুরি করা থিম মাত্র। কেননা গত 10বছর যাবৎ ইউনিভার্সিটি অব ডেভালপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) চেতনাগত ভাবে প্রতিবছর 25মার্চ কালোরাত স্মরণ করে এই দীর্ঘ রোড পেইন্টিং করে আসছে। অথচ চলতি বছর 25মার্চ অজ্ঞাত কারণে ইউডাকে সংসদভবনের সামনে এটি করতে দেয়া হয়নি। তাহলে কি আমরা বুঝবো যে এয়ারটেল-প্রথম আলো কর্পোরেটের কাছে আমাদের জাতীয় সংসদ দায়বদ্ধ? একটি চেতনা ধ্বংস করে আরেকটি চেতনাকে উজ্জিবিত করা কখনো সমীচিন হবেনা (ফেসবুক ইউজার Polta Siam কমেন্ট থেকে) আর এয়ারটেল প্রযোজিত বিভিন্ন সুপার-কোটেড নাটক দেখে যেসব স্ট্যাটাস দেখা যায় ......সেটা আর বললাম না...... ব্যাপক ভংচং থাকে ঠিকই, কিন্তু কাহিনী ঐ একই সাইজের......লক্ষ্য কেবল মার্কেটিং...... আমি জানি......আর কয়েকদিন পর বিএসএফ আরেকটা বাংলাদেশী লাশ ফালাইলেই চারিদিকে এয়ারটেল সিম বর্জনের ঘোষণা শুরু হয়ে যাবে......হবেই...হতেই হবে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।