আমাদের কথা খুঁজে নিন

   

সরকারের সাম্প্রতিকতম কিছু অর্জন

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। সরকারে যারা থাকে তারা ক্ষমতার মধ্য মেয়াদে বলতে চায় যে তার গেল আড়াই বছরে পূর্ববর্তী সরকারের করে যাওয়া অকামগুলিকে শুধু মেরামতই করে নাই, শক্ত হাতে অর্থনীতির হাল ধরে বেকায়দায় পড়া এই নৌকাটিকে [বা অন্য আমলে স্টিমার] সঠিক পথে চালাতে শুরু করেছে। এমন এক সময়ে বিরোধীদল সরকার ও সরকারী দলের কৃত কাজের ঠেলায় পড়ে ইস্যু নয় এমন বিষয় নিয়ে মেতে উঠেছে, কেননা তারা সরকারকে ঈর্ষা করছে। বিরোধী দলের কাজ সরকারকে সতত সাহায্য করা, বিরোধীতার নামে বিরোধীতা করা নয়। এই আচরন অসংসদীয় বটে।

তাই আসুন দেখা যাক আমাদের বর্তমান সরকার কি কি করেছে বা তাদের সাম্প্রতিক অর্জনগুলো কি কি? এই রিপোর্টে যা যা বেরিয়েছে, সেখান থেকে চুম্বক অংশ এখানে উঠিয়ে দিলাম। ১। ভাঙা শেয়ারবাজার আর ঘুরে দাঁড়াচ্ছে না, ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার লুটের সঙ্গে কথিত অভিযুক্ত শক্তিমানেরা। ২। ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা সারাদেশে সর্বত্রই জামাই আদর পাচ্ছে।

৩। পরিবহন শ্রমিক সমিতির নেতারাই এখন সরকারের কর্তাব্যক্তির চেয়ারে বসেছে। ৪। গণপরিবহনে ভাড়া ডাকাতি হয়েছে। ৫।

বিদ্যুতের সঙ্কট সমাধানে কুইক অতিকুইক কোনো আয়োজনেই কাজে আসে নাই। ৬। গ্যাস সংকট কমে নাই, নতুন গ্যাস সংযোগ না পাওয়ায় নতুন শিল্পস্থাপন বন্ধ রয়েছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.