আমাদের কথা খুঁজে নিন

   

জ্বালা

I am alone. Alone is perfect... ভ্রাতাগন, আমার মনের গহিন ঝর্ণা ধারা হইতে কিছু জ্বালা সর্বদা নি:সৃত হইতেছে। ইহার সকল কিছুই আমি আপনাদের বলিব, তবে সবই তো একত্রে বলা যাইবে না, একটা একটা করিয়া বলিব । আর আমি আশা করিব যে আপনাদের কাছে বলিয়া আমার জ্বালা কিছুটা হইলেই হালকা করিতে পারিব। যাই হউক আসল ঘটনার কথা বলি(এটি ঘটনা না দুর্ঘটনা তাহা ঠাউর করিয়া বলিতে পারিতেছি না)—ইহা সাম্প্রতিক একখানা ঘটনা, গতকাল্য ১লা বৈশাখে বাহিরে গমন করিয়াছিলাম সেখানে গিয়া অসুস্থ হইয়া পড়িয়াছি, না-না অধিক ভিড়ে, ধূলা, দূর্গন্ধে কিংবা মানুষের চাপাচাপি কারনে নহে। কিছু অসু্স্থ নারীর, অসুস্থ পোশাক, অসুস্থ আচরনে, অসুস্থ ঢং-এ,অসুস্থ মেকাপ(আফ্রিকার বিশেষ প্রজাতির হনুমানদিগকের চেহারা মনে পড়িয়া যাইতেছে) এবং অসুস্থ চলাফেরা প্রত্যক্ষ করিয়া আমি নিজে অসুস্থ হইয়া পড়িয়াছি।

উহাদিগকে দেখিয়া আমার মনের জ্বালা ডান পদতলে(পায়ের তালুতে) আসিয়া ঢালিয়া পড়িল এবং জ্বালা করিতে লাগিলা। পা খানির জ্বালা মেটাইতে ইচ্ছা থাকিলেও তাহা পুরণ করিবার সাধ্য আমার ছিল না। আর এই জন্য এই জ্বালা কিছুটা হালকা করিবার উদ্দেশ্যে আপনাদের কাছে আমার পা-এর জ্বালা-যন্ত্রনার কথা(যাহা মন হইতে ঢালিয়া পড়িয়াছে) লিখিলাম। প্রকৃতপক্ষে অনেক কথাই মনে আসিতেছে যাহা শুধু ভাষায় প্রকাশ করাই সম্ভব কিন্তু উহা লিখিতে পারিব না, কারন উহা লিখেতে গেলে আমার হাত অসাড় হইয়া আসিবে। আশাকরি আপনাদের সূচারু জ্ঞান দ্বারা উহা বুঝিয়া লইবেন।

সবাইকে ‘নববর্ষ মোবারক’ জানাইয়া শেষ করিতেছি। আল্লাহ্‌-হাফেজ। ইতি অতৃপ্ত প্রেমিক- গোঁফ খেজুরে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।