আকাশ অন্ধকার চারিদিকে দামামার আওয়াজ ৪৭ এর ভারত, ৬৯ এর গণ অভ্যুত্থান ৭১ এর বাংলা অগ্নি- আগ্নেয়াস্ত্রের আতংক ভোরের আলোয় মিছিলের মশাল দেশ মাতৃকার চোখে ঝলসানো মনোয়ারী গোরা, আকাশচারী বি-৫২ কাঁপে পৃথিবী, গর্জে বায়ু, জ্বলে প্রলয় যজ্ঞের ধুম দেশ জাতি সভ্যতার ললাটে ধ্বংসের তিলক চিহ্ন। জাতির চোখে ৬৩৪ এর ক্রুসেড রক্ত নদীর তরোঙ্গচ্ছ্বাস শিবসেনার বুলেট ভারত মাতার কাফন ধূর্জটি মঙ্গলের ব বিদিত তরবারি দেবী সুলতানার আত্মবিলাপ বৈরাম খাঁর তীক্ষ্ম তরবারির ঝলমলে আলো পানি পথের শণিতের পিচ্ছিল পথ দেখে চলেছি - হলদি ঘাটের রানা প্রতাপ সিং প্র“শিয়ার সপ্ত সপ্তাহ চিলিওয়ানওয়ালার শিখ স¤প্রদায় ইরাক-ইরান আফগানের আগুন ঝলসে ওঠা প্রথম বিশ্বযুদ্ধ দেখি নগরের চোখে হেলেনের বিষাক্ত নেশা পেরিসের পরাজয়, হিরোশিমার এ্যাটম আর নাগাসাকির ফ্যাটম্যান বিধ্বস্ত নিউ অরলিন্সের হারিকেন অপহরণ, হত্যা, হুমকি অন্যায়, অশ্লীল, শিশু পাচার সম্ভ্রম লুটের লেহনীয় দৃষ্টি বিবাদ, ভর্ৎসনা, অনশন হরতাল, অত্যাচার আর গুলি, গ্রেনেড, বোমা ধর্ষণ, এসিড, ক্রশফায়ার দেখছি পিতার অতৃপ্ত কামনায় কন্যার কঠিন আর্তচিৎকার জ্বলে পুড়ে ছাই হওয়া মেঘমূর্তি একটি নিষ্পাপ বালিকার হাহাকার দেখতে আরো কি বাকী রয়ে গেল আকাশে বাতাশে লাশের গন্ধ অলিতে গলিতে আর্তনাদ মতা, অবরোধ, আর তির লিপ্সা বোরখাধারী গ্রেনেটের চোখে মসজিদ, মন্দির, গীর্জা গর্জে ওঠার বাণী বিবেক পুড়ে অঙ্গার দেখছি, পুত্রের লাশ কাঁধে পিতার ক্রন্দন মা হারা সন্তানের আদরহীন অশ্র“ নাসিমার ঝলসানো মুখ, আসাদের রক্ত ণে ণে বজ্রপাতের ঝংকার থম থমে মেঘে ঢেকে যাওয়া আকাশ দেখতে দেখতে চোখ এখন দৃষ্টি হীন আমি অন্ধ কান পেতে শুনি বখতিয়ারের দুর্বার তুরঙ্গের অবিরাম পদপে সুভাষ বোসের স্বাধীনতার ডাক, ুদিরামের ফাঁশির প্রতিবাদ এজিদের মহা বিক্রম, বীরত্বের জয়শিখা কাইভের কামান আর সিরাজের রক্ত মাখা বুক পায়ের তলায় মৃত্যুর জয়ধ্বনি ুধার্ত ছেলেটির চোখে প্রভাতের সূর্য গ্রাসের নেশা তৃতীয় বিশ্বযুদ্ধের দাবানল স্যালিন, ট্রুমান, চার্চিল, মুসোলিন রুজভেল্ট, হিটলার, মতা মীরজাফরের সময়ের মিথ্যাচার কারবালার কঠিন সত্য, হোসেনের ছিন্ন মস্তকের রক্ত দাগ পেট ভরেনি বেড়েছে ুধা জ্বলছে আগুন, পিঞ্জর করছে খাঁ খাঁ পুড়ে পেল হৃদয় মেলেনি শান্তি। কালে কালে নামছে আকালের ছায়া টাইফুন, হারিকেন, সুনামি ভূমিকম্প বজ্রপাত আর অকাল মৃত্যু ইতিহাসের বুকে কালো দাগ শয়তান নাচাচ্ছে সভ্যতার চাবি বিজ্ঞানের বিষাক্ত আবিষ্কার ধর্মকে করছে ছত্রভঙ্গ ধর্ম হয়েছে শয়তানের হাতিয়ার কর্মে নেমেছে কলোহ কর্তব্যহীনতা সময় চলে আসছে পহেলা বৈশাখের বটমূলে রমনাকে করছে মাতাল প্রেমিক ছিন্ন কাপড় ছেড়া জুতা লাশের মিলন সঙ্গী ১৭ ই আগস্টের গর্জন দেশ জাতিকে কলংকের সিঁদুর পরিয়ে দিল কোটি মানুষের বীড়ে। গেনেড যেন বাংলার ফসল ঘরে ঘরে গোলায় গোলায় উঠে গেল কয়েক মুহুর্তে ঘাসের উপর রক্তের দাগ আমার পা দুটো চলে গেল পৃথিবী থামেনি পৃথিবী চলছে বিষ্ণু চত্রের ঘূর্ণধারায় দুলছে আমার অন্ধ বিকলাঙ্গ দেহ দুটি হাত নিয়ে বেঁচে আছি ত বিত দেশ জাতি সমাজ সভ্যতা রা হবে না শুধু হাতে চাই অস্ত্র, চাই আলো, চাই শান্তি চাই ভালোবাসায় ঘেরা একটি সবুজ হৃদয়। ৩ সেপ্টেম্বর ২০০৪ইং ডায়না প্যালেস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।