আমাদের কথা খুঁজে নিন

   

কালো রাত, প্রেম ও দ্রোহ

এইসব ভালো লাগে... যদি রাষ্ট্রনায়ক হই তত্ত্বাবধানে কেউ থাকুক না থাকুক নিয়োগ দেব কাজী সাহেব এক, আমাদের প্রেমকে বৈধতা দিতে, যেন কেউ প্রত্যাখ্যান না করতে পারে সে প্রেম কস্মিনকালেও আর ঠিক যেনে রেখো ফাসির আদেশ রাখবো বহাল রাখবোনা একটুও বহাল তবিয়তে সকল বিরোধিতাকারীদের! রাষ্ট্রনায়ক হয়ে গেলে পরে দেখে নিও তোমাকে নিয়ে লেখা সব প্রেমের কবিতা তফসিল আকারে যোগ করে দেব সংবিধানে যদি রাষ্ট্রনায়ক হই ১২ মার্চের ঢাকার মত জলে স্থলে অন্তরীক্ষে নিশ্ছিদ্র করে দেব আমাদের বাসর ঘর, যেন কাকপক্ষীটিও রুপার্ট মার্ডকগিরিতে হারায় আগ্রহ। যদি রাষ্ট্রনায়ক হই শেয়ার বাজারের নাম বদলে দেবো শুয়ার বাজার আর সেখানে নিলামে তুলবো সবচে বেশি দামী কামাল-কা-দুই দাঁতাল শুয়ার লাভের সে টাকা পাবে প্রিয় দেশবাসী যদি রাষ্ট্রনায়ক হই ২৫ মার্চের রাতে জগন্নাথ হলের মাঠে পাকিস্তান ক্রিকেট দলকে ২০-২০ খেলার আহ্বান জানাবো যে ভাবে সুচতুর ইয়া হিয়া রব তুলে পিষে ফেলতে চেয়েছিলো ইয়াহিয়া আমাদের পাল্টা সেভাবেই ঠাণ্ডা মাথায় লাইন দিয়ে ব্রাশ ফায়ার করবো ওদের... যদি রাষ্ট্রনায়ক হতেই হয় তবে শপথের পর প্রথম কাজই হবে গোলাম আযমের সাথে যমের মুলাকাত করিয়ে দেওয়া এত বিচার করার কি দরকার ঐ গণীমতে মালদের! রাষ্ট্রনায়ক হলেই এমনি অবলীলায় অনেক কিছুই করে ফেলবো প্রিয় শুধু একটি কাজ করতে গিয়ে ভীষণ তেষ্টা পাবে স্বরতন্ত্রী রবি ঠাকুরের মত মেয়েলি হয়ে উঠলেও উঠতে পারে বলতে গিয়ে “তুমি কি আমাদের রাষ্ট্রনায়িকা হবে?”


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.