.........
মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জ-৬ এ অংশগ্রহণ করা চার বাংলাদেশী তাদের নৈপুণ্যে সবার হৃদয় জুয় করেছিলেন। আর তাদেরই একজন ছিনিয়ে নিয়েছিলেন চ্যালেঞ্জের জয়ের মুকুট। সেই চার বাংলাদেশী হলেন আবু হেনা রনি, মোহাম্মদ জামিল হোসেন, আনোয়ারুল আলম সজল এবং ইশতিয়াক নাসের।
এদের মধ্যে আবু হেনা রনি সমপ্রতি ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’-এ চ্যাম্পিয়ন হয়েছেন ভারতীয় দুই তরুণ ভিকি-পার্থর সঙ্গে যৌথভাবে। আনোয়ারুল আলম সজল হয়েছেন দ্বিতীয় রানারআপ আর মোহাম্মদ জামিল হোসেন এবং ইশতিয়াক নাসেরও ফাইনালে দেখিয়েছেন দুর্দান্ত পারফরমেন্স।
বর্তমানে এ চারজনের মধ্যে মোহাম্মদ জামিল হোসেন ছাড়া বাকি ৩ জনই ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’ সমাপ্তির পর শুরু হওয়া মীরাক্কেলেরই ‘অসামশালা’ পর্বে দাপটের সঙ্গে পারফরমেন্স করছেন।
সম্প্রতি মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জ-৬ এর একটি সূত্র থেকে জানা গেছে এই চার বাংলাদেশী খুব শীঘ্রই ভারতীয় এক বাংলা ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। সূত্রটি জানায়, মীরাক্কেলের ‘অসামশালা’ পর্বটি শেষ হলেই এ শো-এর নির্দেশক শুভঙ্কর চট্টোপাধ্যায় শুরু করবেন একটি ছবি নির্মাণের কাজ। বর্তমানে এর চিত্রনাট্যের প্রস্তুতি চলছে।
ছবিটিতে আরও অভিনয় করার সম্ভাবনা রয়েছে মীরাক্কেলের অ্যাংকর মীর, তিন মূল বিচারক পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত এবং শ্রীলেখা মিত্রেরও।
সুত্র ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।