আমাদের কথা খুঁজে নিন

   

মীরাক্কেলের ‘দুঃখপ্রকাশ’

একই সঙ্গে বাংলাদেশি প্রতিযোগী জামিল আহমেদ ক্ষমা চেয়েছেন বলে রোববার মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার অনুষ্ঠানের ফেইসবুকের অফিসিয়াল ফ্যানপেজে (www.facebook.com/mirakkelofficial) জানানো হয়।
জামিল আহমেদ নামে পাবনার ওই প্রতিযোগী সম্প্রতি জি বাংলায় মীরাক্কেলের একটি পর্বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে নিয়ে হাস্যরসাত্মক কথা বলেন।
গত বুধবার রাতে জি বাংলায় সম্প্রচারিত ওই ব্যঙ্গাত্মক উপস্থাপনার পর জামিলের ভিডিওটি শেয়ার হতে থাকে ফেইসবুকে। ফেইসবুকে সমালোচনায় ফেটে পড়েন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।  
দুঃখ প্রকাশ করে মীরাক্কেলের অফিসিয়াল ফেন পেইজে বলা হয়, “আমরা লক্ষ্য করছি গত ১৫ মে প্রচারিত "জামিল আহমেদ" এর "বাংলাদেশ ক্রিকেট টীম" নিয়ে বলা জোকসের কারণে অনেক বাংলাদেশি দর্শক ক্ষুব্ধ হয়েছেন।

যদিও নিছক আনন্দ দেয়ার জন্যই পরিবেশনাটি ছিল এবং কাউকে আঘাত দেয়ার লক্ষ্যে কিংবা কোন দেশ বা কোন দল বা খেলোয়াড়কে ছোট বা হেয় করার লক্ষ্যে উদ্দেশ্যমূলকভাবে করা হয়নি, তবুও এই অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হবার কারণে মীরাক্কেল পরিবার দুঃখ প্রকাশ করছে। সেইসাথে "জামিল আহমেদ" অন এয়ারে করজোড়ে ক্ষমা চেয়েছেন। ”
মীরাক্কেলের ওই পর্বটি ২১ মে মঙ্গলবার সম্প্রচার করা হবে বলেও জানানো হয়।
জি বাংলা সম্প্রচারিত মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার অনুষ্ঠানের ওই পর্বে জামিল বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিংয়ের সঙ্গে শৌচাগারে যাওয়া-আসার মিলের কথা বলেন। বোলারদের নিয়েও কৌতুক করেন তিনি।

আর ভারত ও বাংলাদেশ ক্রিকেট দলের একটি কাল্পনিক তুলনামূলক চিত্র উঠে আসে তার ব্যঙ্গাত্মক উপস্থাপনায়।
হাস্যরসাত্মক উপস্থাপনার জন্য ওই দিন যৌথভাবে সেরা হন পাবনার ছেলে জামিল।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.