দৃষ্টিভঙ্গি বদলান, জীবনটাই বদলে যাবে। বিদেশের মাটিতে দেশকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর রঙে রাঙিয়ে চলেছেন বাংলাদেশের চার তরুণ আবু হেনা রনি, ইশতিয়াক নাসির, আনোয়ারুল আলম সজল আর মোহাম্মদ জামিল হোসেন। এ চারজনই এখন দুর্দান্ত ফর্মে আছেন ভারতের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জি-বাংলায় প্রচার চলতি প্রতিযোগিতামূলক কমেডি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’-এর সিজন ৬-এ। ব্যাপক দর্শকপ্রিয় একটি অনুষ্ঠান ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’। বিশ্বের তাবৎ বাংলা ভাষাভাষী টিভি দর্শকের কাছে গত কয়েক বছর ধরেই দারুণভাবে সমাদৃত হয়ে চলেছে এ অনুষ্ঠানটি।
বাংলাদেশী টিভি দর্শকরাও এটি উপভোগ করেন বেশ আগ্রহ নিয়ে। তবে গত ৫টির চেয়ে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৬’ নিয়ে এদেশের দর্শকদের আগ্রহের মাত্রাটা বেশি। কারণ, এ সিজনে দীর্ঘ লড়াই শেষে চূড়ান্ত পর্বগুলোতে টিকে আছেন বাংলাদেশের চার তরুণ রনি, ইশতিয়াক, সজল ও জামিল। যাদের অনবদ্য পারফরমেন্স বরাবরই ব্যাপক আনন্দ দিয়ে চলেছে দর্শকদের। এদের দারুণ পারফরমেন্স নিয়মিতই প্রশংসিত হয়ে চলেছে শো’র মূল তিন বিচারক পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত, শ্রীলেখা মিত্র এবং অতিথি বিচারকদের কাছে।
আর শো’র অ্যাংকর মীর তো সারাক্ষণই প্রশংসার বন্যা বইয়ে চলেন এ চার তরুণকে নিয়ে। যা এ দেশের টিভি দর্শকদের হৃদয়ে জন্ম দেয় এক অন্যরকম ভাল লাগার। সে সূত্রে বাংলাদেশী এ চারজনকে ঘিরে দেশের টিভি দর্শকদের মনে আশাবাদ এখন বেশ জোরালো। সেরার মুকুটটি এদেশের কোন প্রতিযোগীরই মাথায় উঠুক- এমন প্রত্যাশাও রূপ পেয়েছে ব্যাপক আকার। দীর্ঘ কয়েক মাসের পথচলা শেষে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৬’-এর আয়োজনটি এখন ফাইনালের পথে।
আগামী ১লা এপ্রিল সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে এর গ্র্যান্ড ফিনালে। সে লক্ষ্যে সাজানো হচ্ছে বর্ণাঢ্য এক আয়োজন। বাংলাদেশী চার তরুণের পাশাপাশি এ গ্র্যান্ড ফিনালেতে পারফর্ম করবেন ভারতীয় প্রতিযোগী ফটিক পুরকাইত, পলাশ অধিকারী, ভিকি পার্থ, সংগীত তিওয়ারি ও অপূর্ব রায়। পুরো শো’টির নির্মাণযজ্ঞের সার্বিক দায়িত্বে থাকবেন শো’র নিয়মিত পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়। গ্র্যান্ড ফিনালে আয়োজনটি হবে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৬’-এর ১১৫তম পর্ব।
এ পর্বে অতিথি হয়ে আসছেন তারকাদের তারকা মিঠুন চক্রবর্তী, টালিউডের নায়িকা শ্রাবন্তী, শুভশ্রী প্রমুখ। ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৬’-এর গ্র্যান্ড ফিনালেতে সেরা পারফর্মার পাবেন ভারতীয় তিন লাখ টাকার চেক এবং অন্যান্য পুরস্কার। এছাড়া দর্শকদের এসএমএস-এর ভিত্তিতে ‘সেরা ভিউয়ার্স চয়েজ’ পুরস্কার থাকবে একজনের জন্য। শো’র অ্যাঙ্কর মীর জানিয়েছেন, ১লা এপ্রিল গ্র্যান্ড ফিনালে পর্ব হয়ে গেলেও শেষ হচ্ছে না মীরাক্কেল। এরপর চলবে ‘অসামশালা’ নামে একটি পর্ব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।