আমাদের কথা খুঁজে নিন

   

মীরাক্কেলের নাম মীরাক্কেল কেন? - কারন ব্যাক্কল মীরের আক্কেল দরকার।গদাম মারাও দরকার

১. জানেন তো, ভারতে নতুন ধরনের প্যাড আর গার্ড বানাচ্ছে অর্ডার দিয়ে। এশিয়া কাপ আর বিশ্বকাপে, ভারত যে বাংলাদেশের কাছে যে দু্‌বার হেরে বিদায় নিল, তারপর থেকে গবেষনা চলছে... এবং এই গার্ড আর প্যাড পেছনের দিক থেকে পরতে হয়। (এটা একটা মিরাক্কেলি জোকস) ২. ভারতে বিজ্ঞাপনে সারাক্ষন কোলগেট দিয়ে কুলি করে..... কেন? - কারন ওখানে মীরাক্কেলী জোকস বললেই মানুষের মুখে দুর্গন্ধ হয়। ৩. ভারতীয় দলে ড্রেসিং রুমে মীর এর ছবি। কেন? -- কারন বাংলাদেশের কাছে রামপ্যাদানির স্মৃতি মনে পড়লেই ওরা কাঁদতে থাকে, তখন জোকারটাকে দেখলে ওদের কান্না থামে।

৪. মীর কেন সালামের উত্তর দেয় নাই? - কারন সাকিব, আশরাফুল, তামিম, নাসির, রাজ্জাককে দেথার পরে সে তো বাপের নাম, নিজের নাম ভুলে যায়। সালামের উত্তর কি মনে থাকে নাকি? ৫. প্রান কেন মীরাক্কেল এর স্পন্সর ? - বাংলাদেশ দলের কথা মনে পড়লেই তো ভারতীয় দলের প্রাণ যায় যায় করে, তাই ওদের প্রাণ খাওয়াতে হয়। ৬. মীর কেন অসাম সালা গান গায়? - অসাম হলো আমাদের ক্রিকেট টিম আর সালা হেলো মীর নিজে। ৭. মীরাক্কেলের নাম মীরাক্কেল কেন? - কারন ব্যাক্কল মীরের আক্কেল দরকার। ৮. জোকার টার নাম টাকলু কেন -- যাহার টাক Loo হিসেবে ব্যবহার করা যায়।

সেই টাকলু। ৯. মীরের কন্সটিপেশন হলে সে কি করে? - ভিডিওতে আশরাফুল আর তামিম এর ব্যাটিং দেখে। ১০. মীর কেন মীরাক্কেল এ খালি বাংলাদেশকে বাঁশ দিতে চায় -- মীর এর বাড়ী কোথায়? নিমকাহারাম মীরজাফর এর নামের আগেও মীর ছিল *********ফেবু থেকে সংগ্রহীত******* ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.