আমাদের কথা খুঁজে নিন

   

বহুল আলোচিত পদ্মা সেতু

বেপোয়া মানুষ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বহুল আলোচিত স্বপ্নের “পদ্মা সেতুর জন্য” নয় হাজার একশত বাহাত্তর কোটি টাকার নিজস্ব অর্থায়নে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে সেতু বিভাগ। এ দরপত্র আহ্বানের মধ্যদিয়ে দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এ সেতুটি বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া বর্তমান সরকারের একটি অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতিও পুরন হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার এ সেতুর জন্য ২০১৩-১৪ অর্থ বছরে ৬ হাজার ৮৫২ কোটি টাকা বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হবে।

৭ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর বিকাল তিনটা পর্যন্ত দরপত্র জমা নেয়া হবে সঙ্গে অফেরত যোগ্য এক লক্ষ টাকা জমা দিতে হবে। ০৯ সেপ্টেম্বর বিকাল সাড়ে তিনটায় আগ্রহীদের উপস্থিতিতে দরপত্র খোলা হবে। এ সেতু নির্মিত হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ১ দশমিক ২ শতাংশ বাড়বে এবং রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের ২১ টি জেলা সড়কপথে সরাসরি যুক্ত হবে। পাশাপাশি আঞ্চলিক বৈষম্য কমে ঐ অঞ্চলের জীবনমানের ব্যাপক পরিবর্তন আসবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এ প্রকল্পের জন্য শরীয়তপুর, মাদারীপুর ও মুন্সীগঞ্জে মোট দুই হাজার ৪৫২ একর জমি অধিগ্রহণ এবং ২৬০ একর জমি হুকুম দখল করা হয়েছে।

জমির দাম বাবদ ক্ষতিগ্রস্তদের দেয়া হচ্ছে প্রায় এক হাজার ১৪ কোটি টাকা। পরমুখাপেক্ষী না থেকে স্বাবলম্বী হয়ে এত বড় প্রকল্প বাস্তবায়ন এ সরকারের পক্ষেই মানায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.