সবকিছুই তো থাকছে............... তবে অবশ্যই পবিত্রতার স্বার্থে এই ব্লগ একাত্তরের যুদ্ধাপরাধী ও তাদের উত্তরসুরী-সমর্থকদের জন্য নিষিদ্ধ.......এটি শুধুতাদের জন্যই উন্মুক্ত যারা সুস্থ চিন্তার অধিকারী মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষ......
অবশেষে সংলাপ শুরু হয়েছে। সংসদ ভবনে 11 টা45 মিনিট থেকে 12 টা 57 মিনিট পর্যন্ত সংসদের স্থায়ী কমিটি কক্ষ-1 এ দু নেতা বৈঠকের পর পাশ্বর্েই কেবিনেট কক্ষে যৌথ ব্রিফিং করেন। ফটো গ্রাফারদের তীব্র হৈ চৈ য়ের মধ্যে দুনেতা দাড়িয়ে কাল সকাল 11টায় আবার বসবেন বলে ঘোষনা দেন।
দুনেতা জানান, আজকের বৈঠকে আব্দুল মান্নান ভুইয়ার কাছে প্রস্তাব আনুষ্ঠানিক ভাবে তুলে দেন আব্দুল জলিল। মান্নান ভুইয়া প্রস্তাবগুলোর ব্যাখ্যা চাইলে জলিল প্রতিটি প্রস্তাবের ব্যাখ্যা দেন।
তারা নিজ দল ও নেত্রীর সঙ্গে কথা বলে কাল আবার বসবেন। দেখা যাক কি হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।