আমাদের কথা খুঁজে নিন

   

বহুল ব্যবহৃত পাসওয়ার্ড

লস অ্যাঞ্জেলস, ২৩ নভেম্বর: ‘ফোর্বস’ ম্যাগাজিনের সাম্প্রতিক একটি জরিপে বেরিয়ে আসলো এ বছরের বহুল ব্যবহুত পাসওয়ার্ডগুলো। এখন এই তালিকা দেখে মিলিয়ে নিন আপনিও কী সেই পাসওয়ার্ড ব্যবহার করছেন কিনা। ২০১১ সালে বিশ্বের অধিকাংশ মানুষ তাদের ই-মেইল, সোস্যাল নেটওয়ার্কিং সাইটের অ্যাকউন্ট কিংবা গুরুত্বপূর্ণ ব্যাংক অ্যাকউন্টকে নিরাপদে রাখার জন্য যে পাসওয়ার্ডটি সবচেয়ে বেশি ব্যবহার করেছে তা হলো ‘password’। এরপরের স্থানে আছে ‘123456’ এবং এর পরের বহুল ব্যবহৃত পসওয়ার্ডটি হলো ‘12345678’। এছাড়াও বহুল ব্যবহৃত পাসওয়ার্ডের তালিকায় আরো স্থান করে নিয়েছে ‘111111’, ‘iloveyou’, ‘superman’, এবং ‘football’।

‘ফোর্বস’ এবং স্প্ল্যাস ডাটার যৌথ উদ্যোগে এই জরিপ গত কয়েক বছর ধরেই পরিচালিত হয়ে আসছে। ফোর্বস জানায়, ‘রকইউ’ নামে একটি হ্যাকিং সাইট যারা গেল বছর ৩২ মিলিয়ন অ্যাকাউন্ট হ্যাক করেছে তাদের কাছ থেকে এই তথ্যগুলো নেয়া হয়েছে। ফোর্বস আরো জানায়, যদি এই পাসওয়ার্ডগুলোর মধ্যে আপনাদের কারো পাসওয়ার্ড থেকে থাকে, তাহলে বুঝতে হবে মারাত্মক ঝুঁকির মুখে আছে আপনার গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টটি। তাই একটি জোরদার এবং গোপন পাসওয়ার্ড বাছাই করার পরামর্শ দিয়েছে ‘ফোর্বস’। তাদের প্রতিবেদনে কিছু দিকনির্দেশনাও দেয়া হয়েছে।

‘ফোর্বস’ জানিয়েছে, একটি জোরদার এবং গোপন পাসওয়ার্ড হতে হবে ন্যূনতম আট অক্ষরের। সেখানে তিনটি ভিন্ন ধরনের অক্ষর ব্যবহার করা হলে ভালো হয়। ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং বিশেষ চিহ্ন (যেমন- !, @, #, $, %, ^, &, * এবং ”)। নিজের নাম বা ই-মেইল আইডি’র অংশ বা ফোন নাম্বার পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করাও অনেক বিপজ্জনক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.